একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
বিভিন্ন পত্রিকায় আজকে একটা নিউজ দেখলাম - সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর ভাইস চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বগুড়ায় এক অনুষ্টানে বলেছেন - যুদ্ধকালীন মেজর জিয়া সেক্টর কমান্ডার ছিলেন না। তিনি ছিলেন ফোর্স কমান্ডার।
গত কিছুদিন ধরেই বিশেষ করে শেখ সেলিম যেদিন সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু হত্যার সময়কালীন সেনাবাহিনীর প্রধান হিসাবে মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহর ভূমিকা খতিয়ে দেখার দাবি তুললো সেই সময় থেকেই উনি বেশ আবোল তাবোল বলা শুরু করলো। আদালত যাকে মেরুদন্ডহীন সেনাপ্রধান বলে রায় দিয়েছে তার কাছ থেকে এরকম মন্তব্য আসতেই পারে।
ভয় পাইছে নিশ্চিত অথবা মন্ত্রীত্বের লোভে আলোচনায় থাকবার চায়। না হলে কি এভাবে স্মৃতি বিভ্রম হয়!! উনি নিজেই উনার এক বইয়ে লিখছে এরকম -
BANGLADESH OPERATIONAL SECTORS 1. Sector No. 1 — Includes the districts of
Chittagong and western ... 1) Major Ziaur Rahman, psc — upto June 1971.
Business & Economics - 1995 - 208 pages
Bangladesh at war - Page 225
মুজিবনগর সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১নং সেক্টরের অধিনায়ক হিসাবে জিয়ার কথা বলেন এবং জিয়াই জুন, ৭১ পর্যন্ত ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। এখানে উল্লেখ্য যে, তাজউদ্দিন সরকারের আগেই তেলিয়াপাড়া/টেলিয়াপাড়ায় এক কনফারেন্সে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী এবং বিএসএফের প্রান্ডের উপস্থিতিতে জিয়াকে সেক্টর কমান্ডারের দায়িত্ব তুলে দেওয়া হয়।
পরবর্তিতে জিয়া জেড ফোর্স গঠন করে এবং জুলাই, ৭১ এ কলকাতায় সেক্টর কমান্ডারদের সভায় জিয়াকে আনুষ্ঠানিকভাবে জেড ফোর্সের দায়িত্ব দেওয়া হয়।
সুতরাং ইতিহাস পুরাপুরিই স্বাক্ষ্য দেয় যে, মেজর জিয়া প্রথমে ছিলেন একজন সেক্টর কমান্ডার পরে জেড ফোর্সের কমান্ডার।
পোস্ট টি একই সাথে আমার ব্যক্তিগত ব্লগেও প্রকাশ হয়েছে -
http://www.yunuscse.com/2010/02/07/major-zi/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।