আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশীয়া, সৌ্দি আরব, কুয়েত, ব্যাংকক এবং গণচীন ৩৬বছরের মধ্যে উন্নতির সুউচ্চে উঠে এসেছে।

যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।

মালয়েশীয়া, সৌ্দি আরব, কুয়েত, ব্যাংকক এবং গণচীন ৩৬বছরের মধ্যে উন্নতির সুউচ্চে উঠে এসেছে। তবে এদের ব্যবধান সবার মধ্যে ৮ থেকে ১০বছরের আগে পিছে আর আমাদের দেশ স্বাধীন হয়েছে ৩৯বছর ধরে আমরা স্বাধীনতার কি সাধ গ্রহণ করলাম? সবাই বলে এদেশ স্বাধীন হয়েছে! আসলেই কী আমরা স্বাধীন ? নাকি স্বাধীনতার নামে স্বাধীনতার শব্দটাকে দুষন করছি বার বার পৃথিবীর মানচিত্রে যেদেশকে নিয়ে এত আলোচনা, এতো ভাবনা, আর এতো স্মৃতি বাহিত সেদেশের আর কতদুরে যাওয়া উচিৎ বলে আপনি ধারনা করেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।