আমাদের কথা খুঁজে নিন

   

এডসেন্স বিষয়ক আইডিয়া। বলেনতো কেমন হবে? আন্ডা মিলবো নাকি ডান্ডা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

সামু থেকেই প্রথম এডসেন্স জানি ও শিখি। তারপর সাথে সাথেই প্র্যাকটিকাল। ব্লগ তৈরি ও গুগল থকে এড সংগ্রহ। খুব তাড়াতাড়াই হয়ে গেল সব।

আমার সে কি মোড। বন্ধু বান্ধবদেরতো ঝারি মারতে মারতে ওরাইয়া দিলাম। মুরিদ ও বানাইয়া ফেললাম কিছু। বললাম মাসে এটলিষ্ট ২০০ ডলার। অনেকেই আগাইয়া আসল।

অনেকে আবার আমারে কয়, আমারে ব্লগ বানাইয়াদেন গুগল থেইক্যা এড লইয়াদেন। পয়লা মাসের টাকা আন্নেরে দিমু। আমি একটু কাশলাম। ইহ্হু ইহহু। মনে মনে আমারও এমন নিয়ত আছিল।

বানইয়াও দিছিলাম কয়জনেরে. অনলাইনের বন্ধুদের বলে বলে ক্লিক করাইতাম। প্রথম প্রথম ক্লিক প্রতি ভাল ডলার যুগ হইত। বাট কিছুদিন পরে আর বারে না। তখন এক মহা মানবের আবির্ভাব হইল। তিনি বললেন, আমিও আপনার মত একই বিপদে আছি।

তবে আমরা একটা ব্লগ বানাইছি, যেখানে আমাদের মত ৫০০ জন বেকুব দের ব্লগ সিরিয়াল ভাবে থাকবে। আমরা প্রত্যেকে সপ্তাহে দুইবার করে সবার ব্লগে ঢুইকা এ্যডে দুইটা করে ক্লিক করব। সে হিসেব করে দেখছে তাতে মাসে আমাদের ১৭০ ডলার আসবে। তাই আমি আপনাদের কাছে মরাপর্শ ছরি পরামর্শ চাইছি। দয়া করে বলুন আইডিয়াটার কি কি সাইড এফেক্ট হতে পারে? যারা জানেন দয়া করে জানান, ইসলাম বলে নিজের কোন জানা জিনিষ অপরের থেকে গোপন করলে তার সাস্তি হবে।

আপনাদের সাস্তি হোক আমরা চাইনা। যাদের এই বিষয়ে অভিগ্গতা আছে, তারা বিস্তারিত লিখবেন, আর যাদের ইয়ে নাই তাদের আইডিয়াটা কেমন মনে হচ্ছে তা বললে ভাল হয়, আর- যদি- লিখতে- হাত -ব্যাথা -করে- তবে- প্লাস- বা- মাইনাস- দিবেন। তাতেই আমরা বুঝেনিব। অপেক্ষায় রইলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.