যুদ্ধাপরাধীদের বিচার চাই
১ম পর্ব
যারা আমার গতপর্ব পড়েছেন তাদের জন্য ২য় পর্ব।
গতপর্বে আমরা ছবির মত পর্যন্ত মিলিয়েছিলাম। আজকে আরো কিছু শিখব।
এই পর্যন্ত মিলান হলে উপরের সাইড একটু বামে/ডানে ঘুরালেই আমরা নিচের ছবির মত মিলাতে পারব।
এখন নিচের সাইড একটু বামে/ডানে ঘুরান।
দেখবেন যে কোন ১ কালার লাইন দিয়ে মিলে গেছে। নিচের ছবির মত।
মিলে যাওয়া লাইনের লাস্ট পার্টটুকু আমরা ক্রস দেয়া অংশে নিতে চাই। খেয়াল রাখবেন যে পাশে ব্লকটা নিব ব্লকের নিচের অংশের কালারও যেন তা হয় । এখন নিচের কোডিং অনুসরণ করুন।
( কোডিং জানতে ১ম পোস্ট দেখুন। ) আমরা চিত্রমতে নীলকে Front ধরেছি। একটা কথা মনে রাখবেন কালার কোন ব্যপার না। সূত্রমতে করে যাবেন।
D' R' D R D F D' F' ( এটা clockwise move )
যদি উপরের চিত্রের মত হয় তবে নিচের কোডিং অনুসরণ করুন।
এখানে আমরা খয়েরীকে Front ধরেছি।
D L D' L' D' F' D F ( এটা Anti clockwise move )
যদি সব ঠিকঠাকভাবে মিলাতে পারেন তবে কিউবটি নিচের চিত্র মত হবে।
চলবে............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।