পরীক্ষামূলক সম্প্রচার ... ... !!! ২০০৮ সাল, কুমিল্লা গনিত উৎসব, আমার অংশ নেয়া শেষ বিভাগীয় গনিত উৎসব...
পরীক্ষা দিয়ে বের হয়ে এসে যথারীতি হিসাব কষে ফেললাম যে কি কি কারনে এইবারেও ১০ এ ১০ তুলতে পারলাম না!! কিন্তু আগের বছরগুলোর মত কেবল বলতে পারলাম না, "ওকে, নেক্সট টাইম!" যাই হোক, একদঙ্গল বন্ধুবান্ধব নিয়ে খুব প্রিয় শহর কুমিল্লার পথেঘাটে ঘুরে বেড়ালাম ঘণ্টাখানেক। তারপর কাহিল হয়ে বাধ্য হয়ে ফিরে আসলাম কুমিল্লা জিলা স্কুল আঙ্গিনায়, 'আঁতলামি' মার্কা প্রশ্নোত্তরসহ 'হাবিজাবি' কথাবার্তা শুনতে! এসে দেখি 'তালি চাচা' (আমাদের মুনির স্যার, কিন্তু তখনও নাম জানতামনা!) যথারীতি বকবক করে যাচ্ছে আর পোলাপান একটু পরপর সমানে তালি দিয়ে যাচ্ছে। আমি "ধুর্, কে এইসব কথাবার্তা শুনবে!" বলে আরেক দিকে ঘুরতে যাবো, হঠাত চোখ আটকে গেল 'তালি চাচা'-র হাতে রংচঙ্গা কিছু একটাতে!! খেয়াল করে দেখে বুঝলাম যে জিনিসটা কি সেই সম্পর্কে আমি কিছুই জানি না; চোখে দেখা তো দূরের কথা, এর নামই শুনিনাই!!! এই হল রুবিক্স কিউবের সাথে আমার 'প্রথম দেখা'।
সেদিন যে আমি আর মাথা ঘুরিয়ে চলে যাইনি এটা আশা করি আলাদাভাবে উল্লেখ করার দরকার নাই! মুনির স্যার নাম বলল - 'রুবিক্স কিউব', বয়স বলল প্রায় তিরিশ বছর। বুঝলাম বয়সে আমার অনেকটাই বড়, কিন্তু ওই দূর থেকে দেখাতেই ভালো লেগে গেল রুবী আপুকে (রাজিনের দেয়া নাম!)।
হঠাত দেখি পাশে শুঁটকা করে এক ছেলে সবকটা দাঁত বের করে দাঁড়িয়ে আছে, আর হাতে একটা কিউব নিয়ে বিশেষ-অজ্ঞের মত ঘোরাচ্ছে। কাছে গিয়ে হাতে নিলাম কিউবটা। কিন্তু, একি! আমার হাতে কিউব দিতে পেরে দেখি উল্টো সেই ছেলের মুখেই বিজয়ীর হাসি!!! পরিচয় হল আমাদের 'জ্ঞানদানের আনন্দপূজারী' চমক ভাইয়ের সাথে!!! যাই হোক হাতের স্পর্শে রুবিকের ঘনকের প্রতি ভালো লাগাটা আরেকট গাঢ় হয়। মুনির স্যারের 40 সেকেন্ডের পারসোনাল বেস্ট টাইমিঙ্গের কথা শুনে মনে হয় একদিন আমিও ...
তারপর? তারপর আসলে সময়ের সাথে ভুলেই গিয়েছিলাম কিউবের কথা। গত বছরের জন্মদিনে এক বন্ধু গিফট দিল একটা রংচঙ্গা কিউব (যার রঙ এখন ধবধবে সাদা!)।
হাতে নিয়ে বুঝলাম দেখে যতটা সহজ মনে হয়েছিল কিউব মিলানো আসলে এতটাও সহজ না! তারমানে আমাকে অবশ্যই 'চেষ্টা' করে কিউব মিলাতে হবে। ফলাফল - ছয়মাস আমার টেবিলের কোনায় রুবিক্স কিউবের অলস জীবন যাপন তারপর একদিন... কিভাবে জানি ৩০ মিনিটের মধ্যে শিখে ফেললাম কিউব মিলাতে! এবং সত্যি কথা বলছি কারো হেল্প লাগেনি!!! (মানে ইউটিউব দেখে শিখেছিলাম আরকি )
শুরু হল কিউব নিয়ে গুতাগুতি! এবার অবশ্য আমি একটু স্বভাববিরুদ্ধভাবেই 'চেষ্টা' চালিয়ে গেলাম কিভাবে আরো দ্রুত কিউব মিলাতে পারি। সপ্তাহ ঘুরতে ঘুরতে দেখলাম মিনিট তিনেকের মধ্যে মিলিয়ে ফেলছি রুবিকের ঘনক! কিন্তু কিছুতেই আড়াই মিনিট থেকে আর টাইমিং কমাতে পারছিলাম। অনেক মুভ অনেক চেষ্টা, তবুও ফলাফল শুন্য!! তারপর পেলাম সমধান! "প্যারাস্যুট নারিকেল তেল"!!! সপ্তাহ ঘুরতেই আমার টাইমিং শ'সেকেন্ডের আশেপাশে নিয়মিত উঁকিঝুঁকি মারা শুরু করল!!!
তারপর থেকেই আসলে চিন্তাটা মাথায় ঢুকে যে আশেপাশে কারা কিউব মিলায় তাদের খুঁজে বের করা। আর তাদের মধ্যে একটা টাইমিং কনটেস্ট করতে পারলে তো সোনায় সোহাগা!!! সেই প্রথমদিনই মুনির স্যারের মুখে শুনেছিলাম যে কিউবের টাইমিং নিয়ে নাকি World Championship হয়।
ভাবলাম এতদূর যাওয়া তো আর একদিনে সম্ভব না, কিন্তু বুয়েটে তো অন্তত ছোট পরিসরে হলেও আমরা একটা কনটেস্ট করতে পারি। এর মাঝেই আবার গত ম্যাথ অলিম্পিয়াডের সাথে ছোট করে একটা রুবিক্স কিউব কনটেস্টও হয়েছে। তারপর থেকে ইচ্ছাটা আরো একটু বাড়ল যে, এবার আমাদের বুয়েটে একটা কনটেস্ট করতেই হবে। কিন্তু করব করছি বলেও হচ্ছিলনা। শেষপর্যন্ত এই টার্মের প্রায় শেষদিকে এসে সামনের ২৫ মে অনেকটা তড়িঘড়ি করেই দাঁড় করাতে যাচ্ছি রুবিক্স কিউব নিয়ে আমাদের প্রথম আয়োজন, 1st BUET Rubik's Cube Contest 2011 ।
আর এই এত অল্পসময়ের ভিতরে এই কন্টেস্টটা করতে সহযোগিতায় এগিয়ে এসেছে সত্যেন বোস বিজ্ঞান ক্লাব। ইচ্ছে ছিল স্কুল কলেজের সবাইকে নিয়ে আয়োজন করার। কিন্তু সময়স্বল্পতাসহ আরো কিছু সীমাবদ্ধতার কারনে এবার অনুষ্ঠানটা কেবল বুয়েটের গণ্ডিতেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে।
সবশেষে, সবার জন্য বলছি, কেবল টাইমিং করার জন্যই এই আয়োজন না। আমাদের মাঝে রুবিক্স কিউব নিয়ে যাদের আগ্রহ আছে তাদের সবাইকে একসাথে করাই আমাদের এই আয়োজনের প্রধান লক্ষ্য।
আর যারা এখনও কিউব মিলাতে পারেননা তাদের বলছি, আমরা সামনের পুরো সপ্তাহ থাকব ক্যাফের সামনে! রেজিস্ট্রেশনের পাশাপাশি কিউব মিলানোর কিছু কায়দা-কানুন নিয়েও মাতবো আমরা!!! চলে আসেন ক্যাফেতে আমাদের বুথে। তাছাড়া কনটেস্টে থাকবে বেশ কয়েকটি ইভেন্ট, যেগুলোতে টাইমিঙ্গের চেয়েও স্কিল হবে বেশি জরুরী। তাই, কতক্ষন সময় লাগলো, সবার সামনে মিলাতে পারবো কিনা, এসব ‘আঁতলামি' মার্কা 'হাবিজাবি' চিন্তা বাদ দিয়ে ২৫ মে, ২০১১ বিকালে চলে আসেন বুয়েট অডিটোরিয়ামের সেমিনার রুমে। দেখি আপনাদের সবাইকে কেমন 'চমক' লাগানো অনুষ্ঠান উপহার দেয়া যায়!!!
সবাইকে আমাদের এই আয়োজনে সাদর আমন্ত্রণ!
(লেখাটা ২১মে, ২০১১ তে লেখা!! আর ২৫ মে, ২০১১ তে আমরা বেশ ভালোভাবেই রুবিক্স কিউব কনটেস্ট আয়োজন করেছিলাম। সামনে আরো বড় পরিসরে করার ইচ্ছাও আছে!!
যাই হোক, সামহোয়্যারইনে নতুন বলে "পরীক্ষামূলক সম্প্রচার" এর আওতায় পুরান লেখা প্রকাশ করলাম।
সামনের আয়োজন নিয়ে পরে কথা বলা যাবে নে!!
আমাদের কনটেস্ট আর তার পরের খাইদাই নিয়ে কিছু ছবি ফেসবুক দেখতে পারেন - Click This Link এমাথা-ওমাথা!! ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।