সহজ মানুষের মতন করে দেখতে চাই যতটুকু বুঝি গণজাগরণ মঞ্চের আন্দোলনে ডঃ ইমরান সরকারের টীম গত ১৭ দিন টানা কর্মসূচী করে এখন ক্লান্ত। তার উপর এই আন্দোলনকে ছড়িয়ে দিতে আগামী একমাসের নতুন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এতেও তাদের ব্যাস্ত থাকতে হবে।
এদিকে আবার মানুষের প্রত্যক্ষ সম্প্রিক্তি বাড়ানোর জন্য শাহবাগ শ্লোগানে শ্লোগানে মুখরিত ও চলমান রাখা খুব জরুরী। হতে পারে সেটা চত্বর থেকে কিছুটা ভিতরে।
তবুও তাকে জাগিয়ে রাখা দরকার। এতে করে ডাঃ ইমরান সরকারের টীম এই আন্দোলন ছড়িয়ে দেবার যে কর্মসূচী নিয়েছে সেটাও বেগবান হবে।
তবে শাহবাগ জাগিয়ে রাখার শুরুর কাজটি কে করতে পারে?
আরো যে ব্লগাররা রয়েছে তারা মিলেমিশে ওখানে গিয়ে বসতে পারেন, ৫ ফেব্রুয়ারীর মতন। আমার দৃঢ় বিশ্বাস হাজার হাজার জনতা চলে আসবে তাদের পাশে। কারন মানুষ এটা চায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।