আমাদের কথা খুঁজে নিন

   

কোন্দলেই ডুবছে ছাত্রলীগ!....কালের কন্ঠ‘র সংবাদ। প্রশ্নঃ ছাত্রলীগ ডুবছে নাকি জাতিকে ডুবাচ্ছে?

প্রচেষ্টা................

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে কোন্দল প্রকট রূপ নিয়েছে। গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের নেপথ্যেও ছিল এ কোন্দল। এফ রহমান হলের ঘটনার পেছনেও এই কোন্দল কাজ করেছে ছাত্রলীগেরই অনেকে অভিযোগ করছেন। ওই ঘটনায় আবু বকর নামে এক মেধাবী শিক্ষার্থী মারা যাওয়ার পর আওয়ামী লীগও বিব্রতকর অবস্থায় পড়েছে। এ পরিস্থিতিতে ছাত্রলীগের কর্মকাণ্ড দেখভাল করতে সংগঠনের সাবেক নেতা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আহমেদ হোসেন এবং বি এম মোজাম্মেল হককে দলের সভানেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে যমুনার একটি সূত্র জানিয়েছে।

যোগাযোগ করা হলে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের গতকাল কালের কণ্ঠকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় একজন দিনমজুরের মেধাবী ছেলে মারা যাওয়ায় ছাত্রলীগের প্রাক্তন সভাপতি হিসেবে আমি খুব লজ্জিত। ছাত্রলীগ নামধারী এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যেতে হবে। এদেরকে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নেই। দলীয় ও আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো প্রভাবশালী মহলের চাপে যেন পুলিশ ও প্রশাসন প্রভাবিত না হয়।

কারণ প্রধানমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছেন। এরা সরকারের অর্জনকে ম্লান করে দিচ্ছে। '


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।