মানুষ ৩ রকম, ১। আগুনে পুড়ে যায়, ২। আগুনে গলে যায়, ৩। আগুনে ঋদ্ধ হয়
সেমিষ্টার ফাইনাল চলছে, এবার ইন-কোর্সের মার্কস ভয়াবহ খারাপ, তাও কেন যেন পরীক্ষায় গা লাগাচ্ছি না, ইচ্ছা করে না.....ছুটাছুটি জিনিসটা এখন অর উপভোগ করতে পারি না, পেইন লাগে। ১১০০ স্কোয়ার ফিটে নিজেকে ফিট করে ফেলেছি।
এখানেই শান্তি লাগে, বাইরে খুব ভয় লাগে, যতক্ষণ থাকি খুব ভয় লাগে, আর খুব করূণা হয় এই ভীতু মেয়েটাকে........কখনও সে এই শহর দাপিয়ে বেড়াত। কে দেখলো না দেখলো তা দেখার সময় থোরাই তার হত? কার যেন dream girl ছিল? Dream girl? হাহহ!!! দেবীদের বেদীতে তোলাই হয় বিসর্জনের জন্য.....
-আপু, একটা গান শুনবেন? Send করি?
1st year এর জুনিয়ারদের এখনও ভাল চিনি না। এই পিচ্চির সাথে খুব খাতির হয়েছে। ছেলেটা অন্যরকম। অনেকের মধ্যে ওকে আলাদা করা যায়।
-"Lady in black.....এটা কেমন গান? লেডি কেন ব্ল্যাক হবে? এটা কেমন গান যুবি?"
শুনে দেখলাম চিনি। এই লেডিকে আমি চিনি। মিউজিকটা একটা total trash!! এমন একটা লেডিকে কেও এভাবে express করে? ওরা কি জানে কোন দুঃখে চিত্রাঙ্গদা মদনের কাছে বর চেয়েছিল? চিত্রাঙ্গদাও একটা ফাউল!!! নিজেকে চিনতে এতটা সময় লাগালো?
-"বাদ দেন আপু...not u'r cup of tea."
well, may be এই অদ্ভুত দুনিয়ার আমি কতটুকুইবা জানি? তার ওপর আবার everything got 2 meanings....হাহহ! এই সত্য কি অজানা আছে রে যুবি? এই সত্য জানা হয়ে গেছে। lyrics টা ভারি সুন্দর কিন্তু লেডিটাকে express করতে পারে নাই! কি জানি!! অনুভবই করতে পারে নাই হয়তো!! হয়তো করতে চায়ই নাই!
আপু কথাগুলি লিখে ফেলেন....লিখা হয় না...লাইফের complexity highlight করতে চাই না! তার চেয়েও বড় কথা আমি বুদ্ধদেব গুহ'র “বাবলি”....আমার মনে কিছু লেগে থাকে না। গোল্ড ফিশের স্মৃতি।
এই জন্যই হয়তো এখনো ভাল আছি......রক্ত-মাংসের বাবলির কাছে হেরে গিয়েও আমি ভাল আছি।
বাবলি, আমি সব দাবি তুলে নিলাম, তুমি সুখে থাক। তোমার বউভাতের ছবি দেখলাম। ভারি সুন্দর লাগছিল সবকিছু। আমিও এর অংশ হতে পারতাম।
কিন্তু তোমার জীবনে কালো মেঘ হতে চাই না গো বোন। তোমাদের হাসিখুশি ছবি খুব ভাল লেগেছে, একটুও হিংসা হয় নাই। তোমার পাশের হাসিমুখটা আমার খুব প্রিয়মুখ ছিল, খুব প্রিয় হাসি ছিল। এই হাসির জন্য আমি দিনকে রাত করতে পারতাম। নাই বা আমার জন্য হাসলো আর! তাও পৃথিবীতে এই সুন্দর হাসিটা বেঁচে থাকুক।
“For she, the mother of all men”...কি বুঝাতে চাচ্ছে? যুবি বোধহয় একটু বিরক্তই হচ্ছে...এই কার পাল্লায় পড়লাম?
কি বুঝায়? আসলেও কি বুঝায়? যথেষ্ট সম্মান দিয়ে বলা, “had counseled me so wisely”....."মেয়ে মানুষের কোন নকশাই দেখলাম না তোর মধ্যে...." "যা শালা, তর মায়ের মধ্যে গিয়া মাইয়ামানুষ খুঁজ...এতেও তোগ বাধব না। এমনে পরীক্ষা খারাপ হইসে তার মধ্যে দিল মিজাজটা খিচা! এই হালার লগে বয়াই ঠিক হয় নাই! আমার ক্যান মন থাকে না আমার ক্লাসের পোলাপান ফাউল?"
“then, I feared to walk alone again”...হায় রে!! ভাইজান আপনের একা হাটতে ডর লাগে? আপনে অই লেডিরে জিগান! তার একা হাটতে কেমন লাগে? রসগোল্লার মত? বাবু, দোকান থেকে একটু ওষুধ নিয়ে আয় না, তোর আব্বুর প্রেশারের অষুধ শেষ......বাবলিকে তখন বাবু হতে হয়, দৌড়ে দোকানে যেতে হয়, সান্ধ্য আইন তবু রাত ১২টায় সেটা শিথিল করা যায়। কারণ emergency, বাবলির এখন বাবু হবার ডিউটি পরেছে......কোন অভিযোগ নাই! বাবলি বাবু হতে ভালবাসে, আব্বুটাকে অনেক ভালবাসে। আব্বুটার বোনদেরও অনেক ভালবাসে। নাই বা ভালবাসলো তারা বাবলিকে।
হলই বা বাবলি তাদের চোখের কাটা! আব্বু তো বাবলিকে অনেক ভালবাসে, বাকি ২/১ জন একটু কম বাসলে কি বা আসে যায়!
“And asked if she would stay”.... ভাইজান, lady wants to stay... আবার একটু বলেন….আপনি যেমন রণ ক্লান্ত লেডিও ক্লান্ত। আবার একটু বলেন। লেডিটা জন্ম থেকে যুদ্ধ করছেন, নিজের নারীরূপকে লুকিয়ে রেখেছেন, এইটাই উনার অহংকার। এত সহজে সে হ্যাঁ বলবে না। উনার ইগোতে লাগবে...ভাইজান আবার একটু বলেন….
“Oh lady, lend your hand I cried, And let me rest here at your side”...হ্যা এবার ঠিক আছে…লেডি কি বলে?
“Have faith and trust
In me she said
And filled my heart with life
There is no strength in numbers
Have no such misconception
But when you need me
Be assured I won't be far away”
অনেক শক্ত, এখনও অনেক শক্ত সে, সহজে ভাংগবে না।
আমি কি করতাম? আমি বোধহয় হ্যাঁ বলে দিতাম। আমার শক্তি সব ফুরিয়ে আসছে। আমার শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না। এই যুদ্ধ দেখতে ভাল লাগে না, চিত্রাঙ্গদা হতে ভাল লাগে না। পুরুষের বেশে যুদ্ধ করা আমার কর্ম না।
I want to end this war…আমার চাই না সম্পত্তিতে ভাগ। আমি শুধু আমার ভালবাসার মানুষগুলি ফিরে চাই।
বড় চাচী, আমি রুশোর সাথে এক পাতে ভাত খেতাম, কতদিন ভাতের থালায় চোখের পানি ফেলসি এই কথা ভেবে, আপনে কিভাবে বললেন আমি রুশোর সাথে ফেইসবুকে তেরা কথা বলি? আমার কথা কষ্ট দিবে ভেবে আমি তো কথা বলাই ছেড়ে দিয়েছি! সবার থেকে নিজেকে সরিয়ে রেখেছি!
ও বড়ফুপু আমি শিঙ্গারা খাব, ভিতরে বাদাম নাই কেন? আমি এটা খাব না। ছোটকু, জানো বইমেলায় কেউ আমাকে এখনও বই কিনে দেয় নাই……জানো? আমি ২ দিন একা একা বাণিজ্যমেলায় গিয়েছে? এত্ত জিনিষ কিনলাম...পছন্দ করে দেবার কেউ ছিল না...আমার নিজের পছন্দে চলতে ভালো লাগে না….মনে হয় কেও যদি বলে দিত!!
ভাইজান, লেডি এখনও অনেক শক্ত। time উনাকে rock solid করে দিয়েছে।
সবাই দৃঢ় হতে পারল, আমার সিমেন্টাই কেন জানি শুধু জমাট বাধলো না!
“Thus having spoke she turned away
And though I found no words to say
I stood and watched until I saw
Her black form disappear...”আহারে! আপনি শুধু black Chock টাই দেখতে পেলেন? চোখের দিকে একবার তাকিয়েছিলেন? Can’t u see love is restrained there?
চলবে...
মূল গানটার লিরিক গানটা ডাউনলোড করতে চাইলে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।