প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
পানশালায়
আমরা তিনজন বন্ধু মিলে গিয়েছিলাম পানশালায়
আমি গিয়েছিলাম অজানাকে জানতে
আর ওরা অভ্যাস মত।
খানিক পরে যোগ হল আরেকজন
সবে মিলে চার
খানিক বিলম্ব পরে আসতে লাগলো বরফকুচি
ছোলা আর পান পাত্র
আর বাইরে থেকে আনা কাবাবের ঘ্রান
রঙ্গিন বাক্সে বাজে হিন্দি ভাষার সুরসুড়ি দেয়া গান
রঙ্গিন পানি আর রঙ্গিন বাক্সের কী অপূর্ব মিলন মেলা
তার ও চেয়ে আরো রঙ্গিন মানুষ গুলো
ধীরে ধীরে ভরে উঠতে লাগল পাশের শূন্যস্থান
খুব ধীর লয়ের কথায় মুখর ঘরখানা
পাপ কেড়ে লয়েছে জোরে বলার স্বাধীনতা
অবশেষে
যখন রঙ্গিন পানি আমার ভেতর
আমি তখন অন্য খানে অসীম শূন্যের উপর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।