শুক্রবার রাতে দেশটির সবচেয়ে বড় শহর গ্লাসগোতে এ ঘটনা ঘটে।
হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যালেক্স স্যালমন্ড বলেছেন, সম্ভাব্য মৃত্যুর খবর শোনার জন্য জনগণের প্রস্তত হওয়া উচিত।
হেলিকপ্টারটি চক্কর খেতে খেতে ক্লাইদি নদী তীরের ক্লুথা পানশালার ওপর বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে পানশালাটির ছাদ আংশিক ধসে পড়লেও হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়নি বলে জানিয়েছেন তারা।
ঘটনার সময় পানশালায় থাকা গ্রেস ম্যাকলিয়েন বিবিসিকে বলেন, “তখন অনেক মানুষ ছিল। আমরা খুব আনন্দ করছিলাম। এ সময় হুঁশ ধরনের একটি শব্দ পেলাম। ”
“কোনো বিকট শব্দ না, কোনো বিস্ফোরণও না। তখন ধোঁয়া ধোঁয়া মনে হলো আর আমরা কৌতুক করে বলতে লাগলাম, ব্যান্ডদলের গানে সম্ভবত পানশালার ছাদ ধসে পড়েছে।
”
“তখন দেখলাম সত্যি সত্যি ছাদটি ধসে পড়ছে আর কেউ একজন চিৎকার শুরু করলো। তারপর পুরো পানশালা ধুলায় ভরে গেল আর তখন আপনি কিছু দেখতেও পাচ্ছেন না, নিঃশ্বাসও নিতে পাচ্ছেন না, এই অবস্থা,” বলেন তিনি।
পুলিশ জানিয়েছে, ইউরোকপ্টারের ইসি১৩৫ টি২ মডেলের ৪০ ফুট লম্বা হেলিকপ্টারটির মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা ও একজন বেসামরিক ব্যক্তি ছিলেন।
ঘটনাস্থল থেকে প্রচারিত ফুটেজে দেখা গেছে বিধ্বস্ত হেলিকপ্টারটি পানশালার ছাদে আটকে আছে আর চারপাশে ডজনের মতো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে।
যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির এক পার্লামেন্ট সদস্য দৃশ্যটিকে “ভয়ানক” বলে উল্লেখ করেছেন।
তবে ঘটনার সময় আশপাশে উপস্থিত লোকজনের প্রশংসা করেছেন তিনি।
কারণ উপস্থিত লোকজন হাতে হাত ধরে দুর্ঘটনাস্থলের চারপাশে একটি মানববন্ধন রচনা করে জায়গাটি ঘিরে রেখেছিল, এতে উদ্ধারকর্মীদের পক্ষে সহজে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধার করতে সুবিধা হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুর্ঘটনায় সম্ভাব্য হতাহতের কারণে যে সব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উদ্বেগের প্রতি একাত্মতা জানিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।