আমাদের কথা খুঁজে নিন

   

Anger management MCQ : প্রশ্ন ৪

http://www.myspace.com/423882880/music/songs/31785002

ছয় বছরের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কেজি শ্রেণীর ছাত্র হামিমকে স্কুলের সামনেই মধুমতি পরিবহনের একটি বাস গতকাল চাপা দেয়। বাসে ওঠার আগেই বাসের চালক গাড়ি সজোরে টান দিলেই হামিদের কোমল দেহ চলে যায় চাকার নিচে। বরং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অথচ ঘাতক চালক শামসুর রহমান সাংবাদিকদের বলেন, " রাস্তায় নামছি দুর্ঘটনা হইবই। সবই আল্লাহর লীলাখেলা।

পুলিশরে জিগাইছি কবে ছাড়া পামু। পুলিশ কইছে পাইবি না। আদালতে গিয়া দেহি কী হয়! মালিক জানলেই ছাড়িয়ে নেবেন। " বাস চালক যা বলেছেন, সোজাসাপটাই বলেছেন! কিন্তু আপনি কি মনে করছেন? ওর কি হওয়া উচিৎ - ১) ৩ বছরের জেল। ( বাস চালকের মানুষ মারার বিধান অনুযায়ী) ২) মালিক ছাড়িয়ে নিবে! ( শ্রমিকলীগের নেতা হওয়ার সুবাদে!) ৩) কিছুই হবে না।

আমাদের রাগক্ষোভ যাই থাকুক শেষ পর্যন্ত কি ওর দম্ভোক্তির কাছেই হার মানবো আমরা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।