আমাদের কথা খুঁজে নিন

   

Anger management MCQ : প্রশ্ন ৩

http://www.myspace.com/423882880/music/songs/31785002

তাসনুভা (ছদ্মনাম)। এক্সিকিউটিভ। সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে চাকরিতে ঢুকেছে। কিন্তু সমস্যা হয়েছে প্রতিদিন সময় মতো অফিসে আসা। ট্রান্সপোর্ট প্রবলেম।

একদিন অফিস শেষে একটু তাড়াতাড়ি বের হলো সে, মা'র শরীরটা খারাপ করছে। শৈলী বাসা থেকে ফোনে জানানো মাত্রই মনটা অস্থির হয়ে উঠেছে। আজ আর বাসের জন্য লম্বা সিরিয়ালে দাঁড়ানো নয়, সি এন জি খুঁজতে হবে। বড় রাস্তার মোড়টাতে সে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। সি এন জি, মিশুক, ক্যাব কিচ্ছু নেই।

হঠাৎ একজন মাঝবয়সী লোক সামনে এসে দাঁড়ালো এবং কিছুক্ষণ পর ঘুরে তাসনুভাকে বললো, “ কলা খাবা"? কথাটি বলেই লোকটি অন্যদিকে চলে গেল। তাসনুভা ভেবে পেলো না কি করবে ! ঐ লোকটাকে আসলে কি করা উচিৎ ছিলো? ১/ সিম্পলি একটি থাপ্পর। ২/ একটি নয় একাধিক। ৩/ ইগনোর করা এবং ভুলে যাওয়া। ৪/ ইনজয় করা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।