আমাদের কথা খুঁজে নিন

   

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের লাশ নেই: বিএনপি

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ

টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের লাশ আছে কিনা তা খুঁজে দেখার আহবান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, আমাদের তো সন্দেহ হয় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের লাশ নেই। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা একথা বলেন। বস্তুত তাদের এ আহবান জিয়ার মাজারে জিয়াউর রহমানের লাশ নেই বলে জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের জবাব। গত মঙ্গলবার সংসদে শেখ সেলিম বলেন, জিয়ার মাজারে জিয়াউর রহমানের লাশ নেই।

জিয়াউর রহমানের লাশের ডিএনএ পরীক্ষারও দাবি জানান তিনি। কয়েক দিন আগে সংসদে দেয়া বক্তব্যে জিয়ার মাজারে জিয়ার লাশ নেই বলে প্রথম দাবি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশি হেফাজতে জাসাসের ঢাকা মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি এ সমাবেশ আয়োজন করে। সমাবেশে যুবদল সভাপতি বরকত উল্লাহ বুলুর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল নেতা আব্দুস সালাম আজাদ, আলর্বাট পি কস্তা, মোরতাজুল করিম বাদরু, ফারুক আহমেদ, চৌধুরী আলম প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন শেখ সেলিমের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ লাখ লাখ জনগণের সামনে দাফন করা হয়েছে।

তার লাশের ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। আমাদের তো সন্দেহ হয়, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের লাশ নেই। কারণ শেখ মুজিবকে হত্যার সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ সেলিম কেউই উপস্থিত ছিলেন না। এমনকি সেসময় কোন আওয়ামী লীগের নেতাও সেখানে উপস্থিত ছিলেন না। ডিএনএ টেস্ট করতে হলে তারটা করুন।

যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তাদের এধরণের বক্তব্যই প্রমান করে, প্রধানমন্ত্রীকে আদালত যে রং হেডেড পারসন বলে আখ্যায়িত করেছিল তা যৌক্তিক ছিল। এখন তারা যেভাবে লাশ নিয়ে টানাটানি শুরু করেছেন তাতে রং হেডেডের সাথে এখন লাশ খেকো শকুন উপাধিও দেয়া যেতে পারে। পঞ্চম সংশোধনীর বিষয়ে হাইর্কোটের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের পূর্ণাঙ্গ শুনানির সুযোগ না দিয়ে খারিজ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সাংবিধানিক কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন হয়। কিন্তু উচ্চ আদালত তা না করে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দিল। তাই এখন তাদের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

দেশের জনগণ পঞ্চম সংশোধনীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উল্লেখ তিনি আরো বলেন, বিষয়টি র্স্পশকাতর। জনগণের আদালত সবচেয়ে বড় আদালত। সে আদালতই এ রায়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সমাবেশে বিএনপি নেতারা পুলিশ হেফাজতে শ্রমিক নেতা বিএম বাকির ও জাসাস নেতা আমিরুল ইসলাম মিন্টুসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরীহ ছাত্রের মৃতুতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব হত্যাকাণ্ডের জন্য বর্তমান সরকারকে দায়ী করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান।

সূত্র: (শীর্ষ নিউজ ডটকম/ আইএম/ জেডএম/ ১৮.০০ঘ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।