‘মেজবান’ নামের চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে নগর শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওইদিন সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবের নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিক আদনান এবং সাংস্কৃতিক সম্পাদক শহিদুল আনোয়ার।
মেজবানের প্রস্তুতি নিতে বাবুর্চি ও আনুষঙ্গিক উপকরণসহ অগ্রবর্তী একটি দল ইতিমধ্যে টুঙ্গিপাড়া পৌঁছেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া ১৫ অগাস্ট নগরের দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওয়ার্ড এবং থানা পর্যায়েও নানা কর্মসূচি পালিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।