আমাদের কথা খুঁজে নিন

   

স্পন্দিত মৃতদেহ করো না আমায়



এতদিন পর তুমি ছুঁয়েছ আমায় ঠিক হৃদয়ের মাঝখানে তবে ভালবাসায় নয়, ভালবাসা মিশ্রিত আঘাতে কি করে ভুলে যাবো তোমায় অজস্র দিন অপেক্ষার পর তুমি এসে হাত ধরলে হয়নি বিকেল সন্ধ্যার হয়তবা এখনো ঢের দেরী এখনি ছেড়ে দেবে হাত আমি তো স্বপ্ন দেখি মধুময় রাত অপেক্ষিত হব আজীবন, আমৃত্যু একদিন ফুটবে রাঙ্গা প্রভাত তবু ছেড়ে দেব তোমার আশা? হয়ত আমি বাঁচবো না এ ধরায় হয়ত থাকবো হয়ে স্পন্দিত মৃতদেহ খুউব ভয় হত এমন কথাটি হয়ত শুনতে হবে একদিন এত দ্রুত! এতটাই অকালে কথার সকাল ঘটালে তুমি আমি আহত বিভ্রান্ত কাতর যন্ত্রনায় দুর্বল হয়ে আসছে হৃদপিণ্ড তুমি ঔষধ রূপে দেবে কি কিছু কথা কিছু শব্দাবলী ভালবাসি, প্রিয়তম, শুধুই, তোমাকে হয়ত আমি মরতে মরতে বেঁচে উঠবো আবার.... ছবি- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।