আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিমতী স্ত্রী

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে ।

কারন, এরাই ইসলামের বড় শত্রু । হযরত উতবী (রাহঃ) বর্ণনা করেন, একদা তিনি বসরা শহরের কোন রাস্তা দিয়ে যাচিছলেন, হঠাৎ রাস্তায় এক অপূর্ব সুন্দরী রমণী নজরে পড়লো। সে কুৎসিত ও বীভৎস চেহারার এক বয়োবৃদ্ধ লোকের সাথে হাসি-তামাশা করছে। সুন্দর সুন্দর কথা বলে লোকটির মুখে হাসি ফুটাচ্ছে। আমি মেয়েটির কাছে গিয়ে বললাম, এই লোকটি কে? মেয়েটি উত্তর দিলো, তিনি আমার স্বামী।

আমি বললাম, তুমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও এরূপ কুৎসিত স্বামী নিয়ে কিভাবে ধৈর্য ধারণ করলে? মেয়েটি উত্তর দিলো, আমাকে পেয়ে সে আল্লাহ তায়ালার শোকর আদায় করে, পক্ষান্তরে আমি তাঁকে পেয়ে ধৈর্য ধারণ করি। হাদীসে বলা হয়েছে, ধৈর্যশীল আর শোকরকারী উভয়ে জান্নাতি। এরপরও কি আমি আল্লাহ তায়ালার বণ্টনে সন্তুষ্ট হবো না? মেয়েটির জবাব শুনে আমি নিরুত্তর হয়ে নিজের পথ ধরলাম। {খুলুকুল মুমিন : ৭৩} ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।