আগামী মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হবেন ব্রাজিলের নেইমার। নেইমার জানিয়েছেন, পাঁচ বছরের চুক্তিতে বার্সায় যোগ দিতে যাচ্ছেন তিনি।
সোমবার স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড। সান্তোস ফেসবুকে এবং বার্সেলোনা তাদের ওয়েবসাইটে এ কথা নিশ্চিত করেছে।
তিন বছর ধরে নেইমারকে পাওয়ার জন্য ইউরোপের কয়েকটি বড় দল, বিশেষ করে বার্সা ও রিয়াল মাদ্রিদ হন্যে হয়ে ঘুরছিল।
কিন্তু তাদের প্রস্তাব বার-বার প্রত্যাখ্যান করছিল নেইমারের ক্লাব সান্তোস। শেষ পর্যন্ত শুক্রবার মত পাল্টে নেইমারকে ছাড়তে রাজি হয় ব্রাজিলীয় ক্লাবটি।
সেই সঙ্গে রিয়াল বা বার্সা থেকে যে কোনো একটি দলকে বেছে নেয়ার নির্দেশ দেয় সান্তোস। নেইমার বেছে নেন এবারের স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়নদের।
টুইটারে নেইমার লিখেছেন, “সোমবার বার্সেলোনার সঙ্গে আমি চুক্তি সই করবো।
আমার পরিবার ও বন্ধুরা আমার সিদ্ধান্তের কথা জানে। সান্তোসে ৯টি বছর (যুব ও মূল দল মিলে) আমার অবিশ্বাস্য কেটেছে। সেজন্য সমর্থকদের ধন্যবাদ দিতে চাই। এই ক্লাব এবং ক্লাবের সমর্থকদের প্রতি আমার ভালবাসা আজীবন অটুট থাকবে। ”
“আমার জন্য এটা সম্পূর্ণ বিপরীত ধরনের অভিজ্ঞতা।
সান্তোস ছেড়ে চলে যাচ্ছি বলে আমি দুঃখিত, আবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি বলে আনন্দিতও। আশা করি আমার সিদ্ধান্তে ঈশ্বরের আশীর্বাদ পাব। ”
টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসির বিপক্ষে একবারই খেলেছিলেন নেইমার। ২০১১ সালের ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেসির দারুণ নৈপুণ্যে বার্সেলোনা ৪-০ গোলে হারিয়েছিল নেইমারের সান্তোসকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।