আমাদের কথা খুঁজে নিন

   

বার্সায় প্রত্যাবর্তন মেসির

নিজস্ব ওয়েবসাইটে স্প্যানিশ চ্যাম্পিয়নরা জানিয়েছে, “আজ (বৃহস্পতিবার) বিকালে বার্সেলোনায় পৌঁছেছেন লিওনেল মেসি। আর এসেই সতীর্থদের সঙ্গে দেখা করতে সিউতাত এসপুর্তিভায় (বার্সেলোনার একটি প্রশিক্ষণ কেন্দ্র) যান তিনি। দলের সঙ্গে দিনের দ্বিতীয় ভাগের অনুশীলনে অংশও নেন। ”

চোট থেকে সেরে উঠলেও মেসি এখনো ম্যাচ খেলার মতো ফিট কিনা, তা অবশ্য জানায়নি বার্সা কর্তৃপক্ষ।

একাধিক চোটের কারণে গত বছরের একটা লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে মেসিকে।

গত ১০ নভেম্বর স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে খেলার সময় উরুতে চোট পান টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এরপর আর মাঠে ফেরা হয়নি এ মৌসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করা এই তারকা ফরোয়ার্ডের।

বার্সার জন্য আরেকটি সুসংবাদ, ধারণার চেয়ে কম সময়ে সুস্থ হয়ে ওঠা গোলরক্ষক ভিক্তর ভালদেস এখন ম্যাচ খেলার মতো পুরোপুরি সুস্থ।

এক বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, “বৃহস্পতিবার বিকেলে অনুশীলন শেষে (ম্যাচ খেলার জন্য) ডাক্তারি ছাড়পত্র পেয়েছেন ভিক্তর ভালদেস। ”

তাই প্রায় দেড় মাস পর আগামী রোববার ঘরের মাঠ ক্যাম্প নউ-এ এলচের বিপক্ষে আবার গোলপোস্টের নিচে দাঁড়াতে বাধা রইলো না বার্সার এক নম্বর গোলরক্ষকের।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।