আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্লিকে কম্পিউটারের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করুন! (Ultimate XP Tweak)

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

আপনার কম্পিউটার কি স্লো পারফরম্যান্স দিচ্ছে? উইন্ডোজ বুট হতে বা শাট ডাউনে অধিক সময় নিচ্ছে? আপনি কি কম্পিউটারের সার্বিক পারফরম্যান্স বাড়াতে চান? যদি তাই হয় - এই পোস্টটি আপনাকে উৎসর্গ করা হলো! এমন একটি রেজিস্ট্রি টুইক আমি ডেভলপ করেছি যা আপনার কম্পিউটার এক্সপেরিয়েন্সে আনবে পরিবর্তন। মুক্ত হবেন অনেক ঝামেলা থেকে, যুক্ত করবে ব্যাপক সুবিধার সঙ্গে। পুরোটাই ফ্রি! দ্রুত গতির বুটিং, ওয়েভ পেজ লোডিং, মাই কম্পিউটার ওপেন, ফাইল একসেস, শাট ডাউন, ফাইল কপি দ্রুততর করা থেকে শুরু করে উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করে পিসি যতোটা বুস্ট করা সম্ভব সব হবে এক ক্লিকে কোন সফটওয়্যার ইন্সটল না করেই! উল্লেখ্য, এখানে এক ক্লিক বলতে সবচেয়ে সহজ পন্থা বোঝানো হচ্ছে। পারতপক্ষে আপনাকে ডাবল ক্লিক করতে হবে! কোথায় করবেন এই ক্লিক? ডাউনলোড করুন মাত্র ৭ কিলোবাইটের রেজিস্ট্রি ফাইল: Saif Samir's Ultimate XP Tweak অতঃপর ফাইলটিতে ডাবল ক্লিক! রিস্টার্ট কম্পিউটার। ব্যস হয়ে গেল আপনার কম্পিউটারের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চত! সংবিধিবদ্ধ বাণী: যদিও কোন সমস্যা ছাড়াই অনেক দিন ধরে এই টুইক ব্যবহার করছি কিন্তু যেহেতু আপনাদের ব্যবহারের দায় ভার আমার না তাই আগেই একটি সিস্টেম রিস্টোর পয়েন্ট দিয়ে রাখুন। এটি নিরাপত্তার খাতিরে, তবে আমি আশা করি সিস্টেম রিস্টোর ব্যবহারের প্রয়োজন হবে না। আপনাদের উপকার হলেই এই পোস্টটি সার্থক হবে। সবাই ভালো থাকুন, শুভ কম্পিউটিং! **All Rights Reserved**

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।