আমাদের কথা খুঁজে নিন

   

রাজমিস্ত্রি থেকে টিনএজ গডফাদার

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
মোঃ ফারুক ওরফে পিচ্চি ফারুক (১৯)। শারীরিক গঠন দেখে মনে হবে স্কুলপড়ূয়া এক বালক। কিন্তু এই টিনএজ কিশোরই মিরপুরের নব্য ত্রাস। মাসিক মোটা অঙ্কের টাকার বিনিময়ে মানুষ খুন করাই তার পেশা। বছর চারেক আগেও নোয়াখালীর সেনবাগের এই কিশোরের পরিচয় ছিল রাজমিস্ত্রি।

রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে পা বাড়ায় অপরাধ জগতে। বছর চারেক আগে পরিচয় হয় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুলের সঙ্গে। তার হাত ধরেই হয়ে ওঠে আজকের পিচ্চি ফারুক। গত ২০ জানুয়ারি র‌্যাব-৪ তাজ বাহিনীর ১২ কিশোর কিলার সদস্যকে গ্রেফতার করে। টানা ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

১২ কিশোর কিলারের গডফাদার ফারুক। একটি পিস্তুল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। রা্যব-৪-এর কার্যালয়ে এ প্রতিবেদকের কাছে নিজ জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলে ফারুক। সে জানায়, তারা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী তাজের হয়ে চাঁদাবাজি করছে। নির্মাণাধীন বাড়ির মালিককে হুমকি দিয়ে চাঁদা আদায় করাই ছিল তাদের প্রধান কাজ।

টাকা না দিলে শক্তি প্রয়োগ। পিচ্চি ফারুক জানায়, 'মাসিক মাইনে হিসেবে তাজের কাজ করত। তার বেতন মাসে ১২ হাজার টাকা। তার বাহিনীর অন্য সদস্যরা ৪ থেকে ১০ হাজার টাকা পেত। তাজের হয়ে ফারুকের হাতে টাকা পেঁৗছে দিত তাজের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল।

যাকে খুঁজছে র‌্যাব। শীর্ষ সন্ত্রাসী তাজের অস্ত্র দিয়েই ফারুক তার অপারেশন পরিচালনা করে। অপারেশন শেষ হওয়ার পর তার বাহিনীর সদস্যরা অস্ত্র পেঁৗছে দিত ফারুকের হাতে। সর্বশেষ গত ৬ জানুয়ারি মিরপুরে সুলতান হত্যাকাণ্ডের সঙ্গে ফারুক বাহিনীর সদস্যরা জড়িত ছিল। ৮ ডিসেম্বর কাফরুল এলাকার মিলি সুপার মার্কেটের নিরাপত্তারক্ষী আলী আজগরকেও খুন করে তার বাহিনী।

হ সাহাদাত হোসেন পরশ http://www.shamokal.com/
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।