পার্বতীপুর প্রত্যন্ত পল্লী এলাকার হতদরিদ্র শিশু শেখ আরাফাত রহমান প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় দিনাজপুর জেলার মধ্যে ৫৮৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তার বাবা শেখ আজিজার রহমান একজন রাজমিস্ত্রির সহকারী। মা আরজিনা বেগম গৃহিণী। বাড়ি উপজেলার সোনাপুকুর শেখপাড়া গ্রামে। উপজেলা সদর থেকে ২০ কিমি দূরে একটি জীর্ণ স্কুল সোনাপুকুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সেখান থেকে আরাফাত এ কৃতিত্ব অর্জন করেছে। আরাফাতের পরিবার খাবার জোগাড় করতে হিমশিম খেত। তার বাবা বলেন, ছেলে এত বড় ফল অর্জন করবে তা তিনি ভাবতেও পারেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী ফেরদৌসী বেগম বলেন, তার বিদ্যালয় থেকে শতভাগ শিশুই কৃতিত্বের সঙ্গে পাস করেছে। তবে আরাফাত যে ভালো একটা কিছু করবে তা তাদের জানা ছিল।
ফলের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুজিব শিশুটিকে উপজেলা অফিসে নিয়ে এসে স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে ৫ হাজার ও দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা শিশুটির বাবার হাতে তুলে দেন। সেই সঙ্গে শিশুটিকে নতুন জামা-কাপড় দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।