ব্যক্তিত্বহীন আমি, বিলিয়ে দিয়েছি আমার অস্তিত্ব,
ওদের মাঝে, যারা কাজ করে মাঠে, ঘাঠে, জলে জঙ্গলে
কাধে কাধ রেখে ওদের পারি দিতে চাই সময়ের সমান্য পথ।
ব্যক্তিত্বহীন বটে, বিবেকহীন নয়,
দামি উর্দিতে আমি নিজেকে লুকাই না,
জীর্ণতাই আমার প্রতিক ।
কথার বাণে কাউরে আঘাত করি না প্রাণে;
তবে মধুর কথায় ভেসে যাই সাগর জলে ।
আমি ব্যক্তিত্বহীন আমি...............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।