আমাদের কথা খুঁজে নিন

   

হস্তক্ষেপ করতে পারে আইসিসি

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তাফা কামাল এবং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বাদানুবাদ নিয়ে ভারতীয় সাংবাদিকদের কৌতূলের শেষ নেই। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত বোর্ড সভাপতি এবং বাংলাদেশ অধিনায়কের বহুল আলোচিত ছবিটি বাংলাদেশ-ভারত সীমানা ছাড়িয়ে ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়বে_এমনই লিখেছে হিন্দুস্তান টাইমস। ভারতের এ ইংরেজি দৈনিকটিতে গতকাল ছাপা হওয়া প্রতিবেদনের সারাংশ হলো, আইসিসি এ ঘটনা তদন্তও করতে পারে। যার পরিণতি অস্বস্তিকরও হতে পারে বিসিবি সভাপতির জন্য। ইন্টারনেট। হিন্দুস্তান টাইমসের ঢাকা সফররত প্রতিবেদক তাঁর প্রতিবেদনে লিখেছেন, 'শুধু খেলোয়াড়দের জন্যই নয়, কর্মকর্তাদের জন্যও আইসিসির বেঁধে দেওয়া কোড অব এথিকস আছে। কোনো কর্মকর্তা অসৌজন্যমূলক কিংবা অনৈতিক কিছু করলে তা তদন্ত করবে আইসিসি। তদন্তে সত্যতা নিশ্চিত করতে পারলে ওই কর্মকর্তাকে আইসিসির বোর্ড সভায় উপস্থিত হতে দেওয়া হবে না।' তবে বিসিবি সভাপতি এবং বাংলাদেশ অধিনায়কের মধ্যকার সর্বশেষ বাদানুবাদের বিষয়টি আইসিসি তদন্ত করছে, এমন কোনো তথ্য এখনো জানা যায়নি। সুত্র কালের কন্ঠঃ http://www.kalerkantho.com/
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.