আমাদের কথা খুঁজে নিন

   

দাবি একটাই"প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই"



১)আইসিসির আয় বেড়ে হবে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। ফলে বেড়ে যাবে বিসিবির আয়। বেতন বাড়বে পাপন সাহেবের।
→আহা,মধু মধু,কি লাভ ৫ দিন ধরে মাঠে দৌড়া-দৌড়ি করে??
তার চেয়ে ঘরে বসে থাক, গায়ের রং ফর্সা হবে,বেশী করে এড করতে পারবি। আর জানিস তো, হঠাৎ করেই দেশের জন্ম হার কমে গেছে,এটা বাড়ানোর দায়িত্ব তোদের ১১ জনের।


২) ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার মত ক্রিকেট জায়েন্ট দের বিরোধীতা করা ঠিক হবেনা বলে মনে করেন ২৩ জন সদস্যের ২০ জন।
→ওয়েল!!তো দাদাদের ঠ্যাং চাটার জন্য কত পেলেন। নাকি সানি আপুর অফার পেলেন??ভুলে গেছেন দাদাদের মাটিতে যে কখনো খেলতে পারেন নি,বিপিএল এ যে দাদারা আসেনি,, গোল্ড ফিস হলেন কবে??
ডিয়ার BCB আমরা বীরের জাতি, পাপন সাহেবের মত পাবলিকে দেশ পূর্ণ থাকলে ১৬ ডিসেম্বর আসতো না,২৬ শে মার্চে শুরু হয়ে ২৮ মার্চেই খেল খতম হত।
যেখানে ক্রিকেট বিশ্ব শুরুতেই বিরোধীতা করল,সেখানে আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া ও,নেই??
আমরা আম জনতা, কিবোর্ড চাপা,আর মানব বন্ধনে পুলিশের ডান্ডার বাড়ি খাওয়া ছাড়া কিছুই করার নেই।
একজন পারেন-প্রধানমন্ত্রী।


তিনি ক্রিকেটপ্রেমী বলেই জানি,দেখার বিষয় রাজনীতির উর্ধে উঠে তিনি কি করেন ১৬ কোটি ক্রিকেট প্রেমীর জন্য।
দাবি একটাই→প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, দুনিয়া উল্টে যাক, ICC - র বৈঠকে BCC -কন্ঠে থাকবে শুধুই "না-না-না"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.