আমাদের কথা খুঁজে নিন

   

আইইআর এর ভর্তি পরীার প্রশ্নপত্র ফাঁস: আওয়ামী শিক্ষক অহিদুজ্জামান চাঁনের কারসাজি: দিন বদলে নতুন মাত্রা

স্বাধীনতা চাই..........

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের ভর্তি পরীার প্রশ্নপত্র ফাঁস করলেনআইইআর এর ভর্তি পরীার প্রশ্নপত্র ফাঁস: আওয়ামী শিক্ষক অহিদুজ্জামান চাঁনের কারসাজি: দিন বদলে নতুন মাত্রা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের ভর্তি পরীার প্রশ্নপত্র ফাঁস করলেন আওয়ামীলীগপন্থী নীলদলের শিক্ষক অহিদুজ্জামান চাঁন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করলেন তিনি। ধিক চান!! শুক্রবার সকালে প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীা দিতে এসে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টায় এ পরীা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীা কমিটি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এ পরীক্ষায় মোট ১৬০টি আসনে সাত হাজার পরীক্ষার্থী ছিলেন। প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে গতকাল রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় তারা নীলতে এলাকা থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের অর্ধেক উদ্ধার করে। পরে রাত তিনটার দিকে পরীক্ষা কমিটি এক বৈঠক করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আইইআর এর শিক্ষক ও আওয়ামীলীগপন্থী নীলদলের প্রফেসর অহিদুজ্জামান চাঁন জড়িত বলে দাবি করেছেন ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর আফিয়া জাহান।

তবে প্রক্টর প্রফেসর সাইফুল ইসলাম খান প্রেস কর্তৃপক্ষকে এজন্য দায়ী করেছেন। আগামী ৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, পরীার নতুন সময়সূচিতে আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।