আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেডিং পদ্ধতি পরিবর্তনের দাবিতে ঢাবির আইইআর ছাত্রদের অবরোধ



গ্রেডিং পদ্ধতি পরিবর্তনের দাবিতে অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা। পুরাতন পদ্ধতি পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত পদ্ধতি অনুযায়ী ফলাফল প্রকাশের দাবিতে গতকাল রবিবার তারা এ অবরোধ করে। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা এ অবরোধের সময় আইইআর’র প্রধান গেট তালাবন্ধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় কোন শিক্ষককে ভবনে ঢুকতে না দেয়ায় র্দীঘ চার ঘন্টা কাস বন্ধ থাকে। এ সময় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

পরে প্রোভিসির পক্ষ থেকে প্রক্টর এসে তাদের অবরোধ ভাঙে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আইইআর’র পরিচালক সালমা আক্তারের কাছে অভিন্ন গ্রেডিং পদ্ধতি প্রবর্তনের দাবি জানিয়ে আসছিল। কিন্তু তিনি তাদের দাবি নিয়ে কোন পদক্ষেপই নেননি। এতে করে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, ইউজিসি প্রবর্তিত পদ্ধতিতে তাদের ফলাফল প্রকাশিত না হওয়ায় বিভিন্ন স্কলারশীপ সুবিধা ছাড়াও চাকরীর ক্ষেত্রে যোগ্যতায় পিছিয়ে পড়ছে ২০০৪-০৫ সেশনের আইইআর’র শিার্থীরা।

কিছুদিন আগে বিজনেস স্টাডিজ বিভাগের ২০০৫-০৬ সেশনের শিার্থীরা একই দাবিতে অবরোধ করায় এখন তারা এই সুবিধা ভোগ করছে। অথচ তাদের দীর্ঘদিনের এ দাবি মেনে নিচ্ছে না আইইআর কর্তৃপক্ষ। তিনি জানান, গত ৬মাস আগে আইইআর’র পরীক্ষা ব্যবস্থাপক জালালউদ্দিন আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করে পরিচালক। কিন্তু তারা কোন ব্যাবস্থায় নেয়নি। এমনকি কিছুদিন আগে এই ব্যাচের সম্মান শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়।

অবরোধ চলাকালে ঢাবি প্রোভিসি হারুন অর রশীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত করেন প্রক্টর সাইফুল ইসলাম খান। এ সময় তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইইআর’র পরিচালক সালমা আক্তার বলেন, ২০০৪-০৫ সেশনের ১৫০জন শিক্ষার্থী ও ৪০টি কোর্স রয়েছে। এ অবস্থায় পুরাতন পদ্ধতি পরিবর্তন করা বেশ জটিল। তবে এ ব্যাপারে প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.