সরসিজ আলীম_এর কবিতা
বাদুড়ের ডানা
উৎসর্গ: আত্মবিনাশী আমার অভিমানী বোন
নাশফিয়া আখন্দ পিংকী-কে
নৌকার পা কাঁধে করে দৌড়াচ্ছে মাঝি
পশ্চিমের রাস্তা বরাবর,
বৌয়ের আলতারঙা পা গলির মোড়ে
ভাঙ্গা দেয়ালটাতে ঝুলিয়ে রেখে
মৌলবী মশায় নেমে গেলো কলার ক্ষেতের ভেতর।
দেয়ালটাতে মাঝি তার কাঁধের বোঝাটা
ঠ্যাশ দিয়ে রাখে, আর দেয়ালে ঝুলানো পায়ের
ফাঁকে গিয়ে দাঁড়ায়, মুততে থাকে।
ঠ্যাং তুলে মুতে দেয় একটা কুকুর
নৌকার পা ঠেসে থাকার উপর।
একাকার মুত গড়িয়ে যায় কলার ক্ষেতের ভেতর।
আর তখন ইস্কুল বালিকার গলার ফাঁস দেয়া
ওড়নাটি গড়িয়ে যাচ্ছে,
আর তাহার কান্নাগুলো দৌড়ে যাচ্ছে
ক্ষেতের ভেতর, কলাপাতার উপর।
আকাশ ঢেকে ফেলছে কাকেদের ডানা,
বাদুড়ের ডানা;
তখনো সদ্য পুরষ্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ধন্য ধন্য
করছে আমাদের রাজধানীর বিমান বন্দর।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মাথা
ফেটে রক্ত গড়িয়ে পড়ছে,
আর তখনো আমাদের জাতীয় সংসদ
থেকে ধন্য ধন্য আওয়াজ উঠছে।
২১.০১.২০১০, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।