ভাতের মজা কিছুতেই পাই না।
ভাত না খেয়ে চিঁড়া চিবানো নিয়ে গল্প লিখেছিলাম বলে তিনি রাগ করে চিঁড়া খাওয়া ছেড়ে দিয়ে নুডুলস খাওয়া শুরু করেছেন। আর নুডুলস খেয়েই খুব সুন্দর তিনটি ক্যালিওগ্রাফী এঁকে ফেলেছেন। Actually he is specialist in calligraphy. অনেক পুরস্কার আর সম্মাননা ও পেয়েছেন এই লাইনে। এই তো আর মাত্র কয়েক দিন পর উনার আঁকা ক্যালিওগ্রাফীর প্রদর্শনী হবে। উনার অমত থাকা সত্তেও তিনটি ক্যালিওগ্রাফী ব্লগে দিয়ে দিলাম। আমাদের তো আবার ধোলাইখালের ধোলাই মার্কা মাথা, কারটা কে নকল করে চালিয়ে দিতে পারি তা ই যেন এক মহত প্রতিযোগীতা (চিঁড়া ভাইয়ের অ-হেতুক আশংকা )। (বাঁকা মন্তব্য বাই লেখক- যে না আঁকা ছবি, তার নাম দিছে আবার ববি )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।