সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
দেবীপ্রেমে ঋষি (একালের পয়ার) ৬ষ্ট অংক
ষষ্ট অংক (সব শেষে)
কালের পরিক্রমা থেমে তো না থাকে
বিবর্তনে কেটে যায় কত দিন রাত
অদ্ভুত বড়ো সে মহাকাল আবর্তন
পর্বত যেখানে আজ নদী হয় কাল
হাসি খুশী উৎসবে ভরা লোকালয়
ধু ধু ময়দানে রুপ নেয় একদিন
যে গৃহ মুখর আজি সুখের ঝংকারে
শোকের বেদনা ঝরে পরের দিবসে
ছেঁড়া ক্ষতে দিয়ে যায় সময় প্রলেপ
রয়ে যায় দীর্ঘশ্বাস সারা জীবনের
দিন যায় মাস যায় বছর পেরোয়
দেহের পরতে আসে বয়সের রেখা
শত বর্ষ শেষে শীর্ণ দেহ জবু থবু
আনমনে খোঁজে ঋষি কোন এক কাল
প্রথম অংক (স্মৃতি পথে বিচরন)
দ্বিতীয় অংক (প্রেমপুজা)
তৃতীয় অংক (দ্বিচারন)
চতুর্থ অংক (মোহ ভঙ্গ)
পঞ্চম অংক (বিরহ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।