সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
দেবীপ্রেমে ঋষি (একালের পয়ার)
প্রথম অংক (স্মৃতি পথে বিচরন)
একাকিত্ব বিছানো ধুসর পথ ধরে
পক্ষি-নীড় দৃষ্টি মাঝে গোধুলি মিশিয়ে
আনমনে খোঁজে ঋষি কোন এক কাল
সুরভিত পবন প্রবাহিত রয়ে রয়ে
মঞ্জরিত কিশলয়ে ভরা তরু শাখ
নিরন্তর কুহরিত হতো কুহুধ্বনি
শ্বেত-রক্ত পদ্মে ভরা ছিলো দীঘি-জল
মরাল মরালী সন্তরিত মৃদু চালে
দীঘি সন্নিকটে কুঞ্জ আরাধনা তরে
মায়ামোহে কুঞ্জভরা ছিলো প্রতিক্ষন
প্রেমের মোহন ভিতে রচিত কুটির
জগতের সীমা বাঁধা কুটিরের সনে
আনমনে খোঁজে ঋষি কোন এক কাল
হারিয়েছে দিশা যার চলার মগনে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।