দুরে তুমি দাড়িয়ে
>>
>>
>>
>>
মোজিলা ফায়ারফক্স নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। জোসস একটা জিনিস। ইন্টারনেট ব্যবহার করবেন আর মোজিলা থাকবে না! তাই কি হয়? আমরা প্রায় সবাই নেট ব্রাউজ করার জন্য মোজিলা ফায়ারফক্স ব্যবহার করে থাকি।
কিন্তু আপনি অনেক কষ্ট করে আপনার মোজিলা ফায়ারফক্সটাকে সাজালেন, বুকমার্কে অনেকগলো খুবই প্রয়োজনীয় এ্যাড্রেস জমা করে রাখলেন, সুন্দর সুন্দর এবং অনেক কাজের কিছু এড-অনস ইনস্টল করে রাখলেন। কিন্তু নতুন করে যখন উইন্ডোজ দিলেন, তখন তো সবই হাওয়া হয়ে গেল।
এত কষ্ট করে এতদিন ধরে যা যত্ন করে রাখলেন, তা যদি নিমিষেই হারিয়ে যায় তাহলে কেমন লাগে বলুন?
আর এর তো বিরম্বনাও কম নয়। আবার নতুন করে মোজিলা ফায়ারফক্স ইনস্টল করা, আবার নতুন করে বুকমার্ক করা, আবার এড-অনস ইনস্টল করা, উফ্ খুবই ঝামেলার। এদিকে এত কষ্ট করে বুকমার্ক করে রাখা প্রয়োজনীয় এ্যাড্রেসগুলো যখন আর থাকে না তখন কার মেজাসটাই ভাল থাকে?
আবার হয়ত কোন কাজে বাইরে গেছেন অথবা প্রয়োজনীয কাজে সাইবার ক্যাফেতে বসেছেন। কিন্তু আপনার দরকারি ওয়েব এ্যাড্রেসটি আপনার বাসার পিসিতে অতি আদরে বসে আছে। মেজাজ তো গরমই হবার কথা।
কিন্তু আপনার কাসে যদি একটা পেনড্রাইভ থাকে তাহলে এটা আমার কাছে মনে হবে যে, কোন সুস্বাদু খাবারের সামনে আপনি বসে আছেন অথচ খেতে পারছেন না। আমি খাবার দেখে আপসোস করি না। খেয়েই ফেলি। তাই আপনাদেরও খাওয়ানোর সু-ব্যবস্থা করছি।
এসব কিছুর একমাত্র সমাধান হলো মোজিলা ফায়ারফক্স এর পোর্টেবল ভার্সন ব্যবহার করা।
আগে এইখান থেকে সরাসরি ডাউনলোড করুন মোজিলা ফায়ারফক্স পোর্টেবল এর লেটেস্ট ভার্সন। অথবা এই সাইট থেকেও নামিয়ে নিতে পারেন।
আর নামানো হয়ে হয়ে গেলে আপনার হার্ডড্রাইভ এর সি ড্রাইভ বাদে যে কান জায়গায় নিয়ে গিয়ে রাখুন। যাতে পরবর্তীতে উইন্ডজ দিলেও আপনার মোজিলা ফায়ারফক্স যেন নষ্ট না হয়। তারপর এর একটা সর্টকার্ট তৈরি করুন আপনার ডেক্সটপে।
ব্যস, চিরদিনের জন্য আপনার মোজিলা ফায়ারফক্স সেটআপ হয়ে গেল।
এখন আপনি চাইলে যতখুশি বুকমার্ক করে আর জোস জোস সব এড-অনস ইনস্টল করে রাখতে পারেন। আর কখনই এগলো হারাবে না, যদি আপনি আপনার হার্ডড্রাইভ থেকে এটাকে ( মোজিলা ফায়ারফক্স ) ডিলিট করেন। আপনি চাইলে পেনড্রাইভ এ করে যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন আপনার নিজের মত করে সাজানো ফায়ারফক্সকে নিয়ে ।
আর যদি এড-অনস দিয়ে আপনার মোজিলা ফায়ারফক্স কে আরও জসিলা করে তুলতে চান তাহলে কাঙাল মামা এর থেকে ঘুরে আসতে পারেন।
এখানে গেলে অবশ্যই লাভবান হবেন। এখানেও পাবেন
এতে যদি কেউ উপকৃত হন বা কোন মন্তব্য থাকলে জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।