সবাইকে শুভেচ্ছা...
ক্রিকেট বাংলাদেশকে নিয়ে হাসি তামাশা ক্রিকেট দুনিয়ায় নতুন কিছু নয়। বিশেষ করে টেষ্ট ক্রিকেট পরিবারে দেশটির অর্ন্তভূক্তি কেন জানি ক্রিকেট পন্ডিতদের অনেকেই মেনে নিতে পারেনি। একদিনের মধ্যে বাংলাদেশের সাথে টেষ্ট ম্যাচ ফয়সালা করার আহবান জানিয়ে অষ্ট্রেলিয়ায়ন ডেভিড হুকস্ একসময় হৈ চৈ ফেলে দিয়েছিলেন। অবশ্য এ আহ্বানের ক’দিনের মধ্যেই শুড়িখানায় মারামারি বাধিয়ে বেচারা শুধু ক্রিকেট দুনিয়া নয়, বাকি দুনিয়াকেও বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন (আত্মার উপর শান্তি বর্ষিত হউক)। বাংলাদেশ টেষ্ট ক্রিকেটের জন্য অনুপুযুক্ত, এ ফর্মাটের লজ্জা, কলংক, ইত্যাদি ইত্যাদি...।
ক্রিকেট বোদ্বাদের এসব কথা মাথায় রেখেই হয়ত ভারতের দামী খেলোয়াড় বীরেন্দ্র শেবাগ চট্টগ্রাম টেষ্ট শুরুর আগে বাংলাদেশ দলের যোগ্যতা নিয়ে নতুন করে অবজ্ঞা প্রকাশ করতে দ্বিধা করেন্নি। ধন্যবাদ শেবাগদা, আপনার কারণেই হয়ত বাংলাদেশের ’অক্ষম’ দল হঠাৎ করে জ্বলে উঠতে পেরেছে। আপনার মত মেগাষ্টার না হলেও বাংলাদেশ দলেও ক্রিকেটার আছে যারা নিজদের ভাল খেলাটা খেলার জন্যে মূখিয়ে থাকে। ধারাবাহিক না হলেও মাঝে মধ্যে তারাও ক্রিকেট দুনিয়াকে তাক লাগায় নিজদের পারফর্মেনস্ দিয়ে। স্পোর্টস ক্রিকেটের মূল আকর্ষন এর রাজসিক অনিশ্চয়তা।
এ অনিশ্চয়তাটুকু উপভোগ করার জন্যেই লাখ লাখ ক্রিকেটপ্রেমী মাঠে ভিড় জমায়, বীরেন্দ্র শেবাগদের ষ্টার ষ্ট্যাটাস তৈরী করতে সাহায্য করে। ক্রিকেটের এ অলংকারটুকু কেড়ে নিয়ে একে প্রেডিক্টেবেল খেলায় পরিনত করলে বীরেন্দ্র শেবাগদের হিরো বানাতে দর্শক দূরে থাক, বেওয়ারীশ কুকুর পর্য্যন্ত মাঠমূখী হবেনা।
ক্রিকেট পরিবারে আনুষ্ঠানিকভাবে প্রবেশের পর একমাত্র ভারতই তার প্রতিবেশী দেশ বাংলাদেশকে আমন্ত্রন জানায়নি নিজ মাটিতে ক্রিকেট খেলার জন্যে। কে জানে, হয়ত বীরেন্দ্র শেবাগের মত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও একই মূল্যায়ন হতে বাংলাদেশকে আমন্ত্রন জানানোর প্রয়োজন বোধ করেনি। সে যাই হোক, চট্টগ্রামের দিনটা ছিল বাংলাদেশের এবং পুরানো একটা সত্যকে নতুন করে প্রকাশ করার দিনঃ মাঠের খেলা ক্রিকেট, মুখের নয়।
বীরেন্দ্র শেবাগকে বাংলাদেশীদের পক্ষ হতে ধন্যবাদ জানাই বারুদ ভান্ডারে দিয়াশালাইয়ের কাঠি ছুঁড়ে মারার জন্যে। এতে ক্রিকেট বাংলাদেশেরই লাভ হয়ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।