প্রিয়াংকা বলেন, “র্যাম্পে আরও একবার হাঁটতে পেরে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু যখনই আমি র্যাম্পে হাঁটি, আমার ভয় লাগে। কাজটি শেষ হয়েছে তাই ভালো লাগছে। ”
প্রিয়াংকা আরও জানান, তার মডেল বন্ধুরা সবসময়ই তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সেই অনুসারেই র্যাম্পে হাঁটার প্রস্তুতি নেন তিনি।
তিনি বলেন, “মঞ্চের পেছনে আমি আমার সব মডেল বন্ধুর সঙ্গে দেখা করছি। তারা আমাকে সবসময় বিভিন্ন টিপস দেন। যেমন, কীভাবে মাথা উঁচু করে সোজা হয়ে র্যাম্পে হাঁটতে হবে- এসব। ”
প্রিয়াংকার ধারণা, বলিউডে তার অনেক সহশিল্পী রয়েছেন যারা র্যাম্পে খুব ভালো কাজ করেন।
প্রিয়াংকা বলেন,“আমার মনে হয় অনেক অভিনেত্রী রয়েছেন যারা র্যাম্পে ভালো কাজ করেন।
যেমন বিপাশা বসু ,লারা দত্ত এবং আরও অনেকে। ’
র্যাম্পে ফ্যাশন ডিজাইনারদের নির্দেশনা অনুযায়ী চললেও, নিজের স্টাইলের ব্যাপারে সবার প্রথমে তিনি প্রাধান্য দেন স্বাচ্ছন্দ্যবোধকেই।
প্রিয়াংকার মতে, “আমি কালো রঙ খুব পছন্দ করি। তবে আমার মনে হয় পোশাকের ব্যাপারে স্বাচ্ছন্দ্যবোধ করাটা বেশি প্রয়োজন। ”
প্রিয়াংকা জানান, হাল সময়ের জনপ্রিয় লাল রঙের লিপস্টিক তারও বেশ পছন্দ।
তিনি বলেন, “আমার মনে হয় লাল রঙের লিপস্টিক খুবই সুন্দর। শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখতে হবে এই লিপস্টিকের সঙ্গে মুখে বেশি মেকআপ লাগানো যাবে না। আমার মনে হয় নিজেকে প্রাণবন্ত দেখানোর জন্য যথেষ্ট ভালো একটি উপায় লাল লিপস্টিক। ”
২৩ অগাস্ট শুরু হওয়া ‘ল্যাকমে ফ্যাশন উইক উইন্টার ফেস্টিভ’ উৎসবের পঞ্চম দিনে আন্তর্জাতিক ডিজাইনার মিশেল বহবতের পোশাক পরে র্যাম্পে হেঁটেছেন প্রিয়াংকা চোপড়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।