আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের পালিত কন্যা মৌসুমীর যত কথা

আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে এরশাদের পালিত কন্যা হিসেবে নয়, বরং তৃণমূলে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতেই জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি অনন্যা হুসেইন মৌসুমী। গতকাল দুপুরে সোনারগাঁর উদ্ভবগঞ্জে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের মনোনয়নপ্রাপ্তির প্রমাণ দলের প্যাডে লিখিত একটি স্মারক প্রদর্শন করে এই দাবি করেন মৌসুমী। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহ-সভাপতি নূরে আলম আইউব। অনন্যা হুসেইন মৌসুমী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার পালিত কন্যা হিসেবে আমাকে মনোনয়ন দেননি। তৃণমূল থেকে রাজনীতি করার কারণেই তিনি দলের সবার সঙ্গে আলোচনা করে আমাকে মনোনয়ন দিয়েছেন।

গোলাম মসীহ ২০০১ সালের নির্বাচনের পর ১২ বছরে একবারও দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করেননি। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন খোকাকেও আমি সোনারগাঁ উপজেলাকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছিলাম। অথচ ওই সময় তিনি আগ্রহ দেখাননি। এরপর আমি নিজেই সোনারগাঁর মাঠপর্যায়ে কাজ করে দলকে শক্তিশালী করেছি। মা-বোনেরা আমার জন্য নির্বাচনী ফান্ড হিসেবে প্রয়োজনে মুষ্টি চাল-ডাল-ডিম দিয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আমি প্রার্থী হওয়ার বিষয়ে মাঠে নেমেছি। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, দলের মনোনয়ন আমিই পাব।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।