আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের আগমন

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

একদিন হঠাৎ সাত আসমান ফেটে বাংলাদেশের আকাশে ইরশাদ হলো, '' তোরা কি চাস?'' আমরা একস্বরে বলিলাম আমরা নেতা চাই । তিনি বলিলেন '' এই নেতা বস্তুটা তোদের ভূমিতেই ফলে বেশী, তোরা আমার কাছে চাস কেন? '' আমরা বলিলাম ''আমরা দুই গাই নিয়া লাংগল চালাইতে পারিতেছিনা। এক গাই দুধ দেয় তো , আরেক গাই দুধে ষড়যন্ত্র আবিষ্কার করে । এক গাই তার লেজের কেশ বিন্যাসে ব্যস্ত থাকে তো আরেক গাই, লেজ উঁচাইয়া ডক্টরেট লইতে ব্যস্ত থাকে। এইভাবে কি প্রভূ চাষাবাদ হয় ।

'' তিনি বলিলেন, '' হুম তোদের তার মানে লাংগল দরকার ? কিন্তুলাংগলের পিছনে কে থাকিবে ? '' আমরা বলিলাম '' কেন প্রভূ মহামহিম আমিরে জামায়াত গোলাম সাহেব আছেন না ? এই জমির কষ্ট দেখিলে তাহার বুকের খাঁচা ধরফর করে, চোখ বাহিয়া বন্যার ন্যায় পানি পড়ে। তিনি এই দুই গাই এবং এই লাংগল চালাইবেন । '' তিনি বলিলেন '' ঠিক আছে, ইরশাদ এর অপভ্রংশ আমি পাঠাইতেছি। পরে আামকে অযথা দোষারোপ করিও না । '' সপ্ত আসমানে কড়াৎ কড়াৎ শব্দ হইল, তিনি কোৎ করিয়া এরশাদ নামক মলটি ত্যাগ পর্ূবক , একটি বৃহৎ আনন্দঘন শ্বাস ত্যাগ করিলেন।

ড্রইং রুমে বসা তাহার র্অধাঙ্গিনী স্বস্তির নিশ্বাঃস ফেলিলেন, যাক ঘিনঘিনে পদর্াথটি শেষ র্পযন্ত কাহারও ঘাড়ে চাপানো গেল। কমোডটা ট্রিপল সুপার এ্যাকটিভ হারপিক দিয়া সাফ করিতে হইবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।