আমি কি বলবো এই সম্পর্কে আবুধাবি তথা পুরা এমির্যাটস এ এ ধরনের ঘটনা অহরহ ঘটছে যা বাংলাদেশি হিসাবে সহ্য করার মতো নয়। এখানে বাংলাদেশিরা মাত্র ২০ দেরহাম এর জন্য সমকামিটাএ লিপ্ত হ্য়। এটা কিছু দিন আগে ও ছিল না। গত ৩/৪ বছর যাবৎ বাংলাদেশ থেকে লোক যারা আসে তারা দালাল দের কাছে প্রতারিত হয়ে প্রচুর পরিমান টাকা দিয়ে আসে এখানে তথা ইউ,এ,ই তে আসে। এই টাকা তারা চরা সুদে লোন নিয়ে দালাল দের কে দিয়ে আসে।
আসার পর বেতন কম যা কিনা দালাল দের বলা বেতন থেকে ৩ ভাগ/৪ ভাগ কম। যা কিনা মাত্র ৪৫০ দেরহাম-৫০০/৬০০দেরহাম এর মত হ্য়। এতে না তেদের সুদ পরিশোদ হবে না তাদের সংসার চলবে তার পর তারা কোনো দিক খুজে না পেয়ে তারা পাকিস্তানি পান্জাবি এবং পাঠান দের কাছ থেকে কর্জ নেয়, কর্জ পরিশোদ করতে না পারলে তারা সমকামিতার প্রস্তাব দেয় বাধ্য হয়ে তারা তাদের প্রস্তাবে সারা দেয়। এখানে অনেকে আছে তারা স্ব ইচ্চায় টাকার জন্য সমকামিতায় লিপ্ত হয়ে আজ বাংলাদেশিদের এতটাই নিচে নামিএ ফেলেছে যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না।
এমন ই এক ঘটনা যা হুমায়ুন কবির ভাই এর ব্লগে প্রকাশিত হয়েছে।
ধীক্কার দিতে ইচ্ছা করে এ সব দেখার পর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।