আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে আমার পূর্ন হল একবছরঃ আপনাদের ভালবাসাই আমার প্রেরণা

সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । আমার ব্লগ পরিসংখ্যানে চোখ পড়তেই দেখলাম তথ্য রয়েছে ব্লগ লিখেছেন: ১ বছর ২ সপ্তাহ। এত তাড়া-তাড়ি এক বছর পূর্ন হয়ে গেল আশ্চর্য । মনে হয় এইত সেদিন মাত্র ব্লগে আসলাম ।

কিন্ত না হিসেব মত একবছরই হয়েছে আমার ব্লগে বিচরন । আপনাদের ভালোবাসা পাই বলেই ব্লগে আসি । নিয়মিত লেখতে সাহস পাই । প্রেরণা পাই । আপনাদের ভালবাসার জন্যই ।

আপনাদের প্রেরণার জন্যই ব্লগে উপন্যাস প্রকাশ করারও সাহস পেয়েছি । আপনারাই আমার সাথে থেকেছিলেন । কমেন্ট করে উৎসাহ প্রদান করেছিলেন । হয়তো আমি তেমন কোন এলিট ব্লগ লেখক নই তবুও আপনাদের যে ভালবাসা পেয়েছি তাও কম কিছু নয় । অনেক বেশীই বলতে হবে ।

আমি যখন ব্লগে রেজিষ্টেশন করি তখন ভাবতেও পারিনি আমার লেখা এত মানুষ পড়বে এবং আমাকে ভালবাসবে । আমি ভেবেছিলাম আমার ব্লগ থাকবে পাঠকশুন্য । কদাচিৎ কারো আগমন ঘটতে পারে তবে স্রেফ কৌতুহল বশত । আমার লেখা পড়ার জন্য না । কিন্ত আমি অবাক হয়েছি যখন দেখেছি একবছরে আমার ব্লগটি দেখা হয়েছে ১১৪৫৩ বার ।

আমার ধারনারও বাইরে ছিল এটা । আমি তো ভেবেই নিয়েছিলাম ১৬ বছর বয়সী কোন লেখকের লেখা মানুষ পড়বে তো ?তাকে সাদরে গ্রহন করা হবে তো ? নাকি তাকে পাত্তাই দেয়া হবে না ? যাহোক মূলকথা হল আপনাদের ভালবাসায় একবছর ব্লগে পূর্ন হল আমার । যারা আমাকে সাপোর্ট করে গেছেন,ভালোবেসে কোলে তুলে নিয়েছেন সবসময়, তাদের প্রতি আমারও ভালোবাসা রইল । নিয়েল হিমু,দায়িত্ববান নাগরিক,ঘুড্ডির পাইলট,প্রিন্স হেক্টর, নোবিতা রিফু,লোনলি ফাইটার সহ আরো অনেকজন ব্লগারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমার ব্লগে যাত্রার শুরু থেকেই আমাকে সাপোর্ট দিচ্ছেন ।

তাই তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি । এবং ভালবাসা জানাচ্ছি । সবশেষে মডারেশনকেও ধন্যবাদ আমার অনেকগুলো লেখা নির্বাচিত পাতায় স্থান করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য । এটার প্রয়োজন ছিল । আমার প্রেরণার ভিতটা এতে শক্ত পোক্ত হয়েছে ।

সর্বশেষে ধন্যবাদ আমার বাবা কে যিনি মাসশেষে আমার ইন্টারনেটের বিল পরিশোধ করেন । তিনি যদি সাপোর্ট না দিতেন, বিল পরিশোধ না করতেন তবে হয়তো আমি একবছর ব্লগে কেন একদিনও থাকতে পারতাম না । কারন আমার তো ইন্টারনেট সংযোগই বিচ্ছিন্ন থাকতো । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.