আমাদের কথা খুঁজে নিন

   

নারীমন : অপাঠ্যই রয়ে গেল জীবনভর

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

সেই কোন শৈশবের স্মৃতিহীন স্মৃতিতে তুমি ঝলমলে কেউ ভালোবাসি বলে প্রার্থনায় নতজানু দশহাত ; অমরত্বের প্রত্যাশায় নয় মান্না অঞ্জনদার গানের মতো করে ভালোবাসার চারদেয়াল ক্রমশ বিস্তৃত--ক্রমশ বিস্তৃত আমাদের চেনাজানা জগত , বন্ধুমহল, আড্ডা এবং আমাদের কৌতুহল.... ঘরকুনো ব্যাঙ হঠাৎ কুয়োয় লাফ দেয়; আমরাও ভীষণ অ্যাডভেঞ্চারাস হয়ে উঠি বিশ্বাসে-ভালোবাসায়-উত্তাপে-পরস্পরে আমার শৈশব তোমাতে আর তোমার আমাতে লেপটা-লেপটি করে পুতুল খেলার বিয়ে আর আমাদের বেড়ে উঠা ।......... .....কত স্মৃতি ছিলো তাইনা, কত হাজার হাজার এইসব আলুথালু স্মৃতির ভিতরে আমরা ক্রমশ বন্দিত্ব বরণ করি এবং নতজানু হই........ কলেজ ডিংগোই ইউনিভার্সিটি ডিংগোই কিন্তু ডিংগোতে পারিনা তোমার মন --তুমি ক্রমশ জটিল থেকে জটিলতর হও চারদিকে উন্মোচনের জোয়ার....তুমিই কেবল অন্ধকারে নিজেকে সমর্পণ করো; নিজেকে নিমজ্জিত করো আরো গভীর জলে...... এরকম চলছিলো বেশ----দুরত্বে বসবাস পূর্বে-পশ্চিমে আর উত্তরে-দক্ষিনে বিশ্বাস অবিশ্বাসের দোলায় চেপে নাভিশ্বাস আমার আকাশ সমান ভালোবাসা বন্ধুত্ব এইসব হাবিজাবি জিনিসে কিংবা কোন মানবীকে ঘৃণা করার তীব্র আকুলতায় .......এভাবেই চলছিলো তারপর.....তারপর ইতিহাস হয়ে গেলে তুমি রাণী হেলেনের ট্রয় নগরীর মতো----দূর্দান্ত ইতিহাস । বিশ্বাসের মিনার ভেঙে পালিয়েছোতো আগেই এখোন নিশ্বাসেরও........ বেঁচে থাকারও..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।