A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . Here comes another Masterpiece ........
The Double Life of Veronique (1991)
Krzysztof Kieslowski এর ছবি মানেই যে বিশাল চিন্তার খোরাক সেটা বুঝতে হয়তো আর কারো বাকি নেই। এটা তার সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম।
খুবই strong plot, কাহিনী ও metaphor এর জন্য ছবিটি অনেক ভাবায়। শুধু তাই নয়; আছে অসাধারন cinematography ও soundtrack।
ছবিটিতে ২ টি মেয়ের কাহিনী parallel ভাবে দেখানো হয়েছে।
একজন একজন পোলিশ আরেকজন ফ্রেঞ্চ।
২ জনের নামই ভেরোনিকা (ভিন্ন আঞ্চলিকিতার জন্য উচ্চারন কিছুটা ভিন্ন)
২ জনের কাহিনীও ২ টি ভিন্ন ভাষায় বর্ণিত হয়েছে। পোলিশ ও ফ্রেঞ্চ।
২ জনই singer হতে চায়। কিন্তু ২ জনের জীবন একই ধারায় আগায় না।
সমগ্র মুভিতে প্রধানত ৬ টি ফ্যাক্টর কাজ করেছে -
Religious, Fatherhood, Duplicity, Fullness, Sensuality ও Offbeat
আপনাকে এমনভাবে কল্পনা করে নিতে হবে যে এই ২ জন আসলে এক জনই। শুধু এই factor গুলো পরিবর্তনের সাথে সাথে তার মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে সেগুলো দেখানো হয়েছে।
এইসব factor এর মিথিস্ক্রিয়ায় ২ জনের জীবনের, মতাদর্শের, চিন্তাধারার ও চরিত্রের যে ভিন্নতাগুলো সৃষ্টি করেছে এইগুলার metaphoric parallel comparison এর মধ্য দিয়েই ছবির কাহিনী এগিয়ে গিয়েছে। আমি কোন spoiler দিচ্ছি না। চাচ্ছি মুভিটি সবাই দেখুক।
এই মুভির রেটিংও প্রায় সবখানেই ভালো। অনেক ক্রিটিকসদের মতে এটা past two decades এর শ্রেষ্ঠ ফ্রেঞ্চ চলচিত্র।
আমার রেটিং ৯/১০
মুভি দেখে কিছুদিন ইরিন জ্যাকব এর প্রেমে হাবুডুবু খেয়েছি ..........
না দেখে থাকলে সবাই দেখবেন আশা করি।
720p Bluray download link torrent ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।