আমারব্লগে ইউজারদের ব্যাক্তিগত তথ্য কর্তৃপক্ষের বাইরের লোকের কাছে পাচার হওয়া অব্যাহত আছে। এর আগে এই অভিযোগ নিয়ে ইউজিদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ এডমিন পদকে বিলুপ্ত ঘোষণা করলেও এই ধারা থেমে নেই। সম্প্রতি আবার দেখা গেছে একই বেআইনী কাজ-কর্ম।
ইফ্তেখার মোহাম্মদ এর দৃষ্টি আকর্ষন করছি!!!! (বিনম্র ভাবে) এই পোষ্টের মাধ্যমে বিষয়টা সবার নজরে আসে।
এর আগে সামহোয়ার ব্লগের অন্যতম বিখ্যাত ব্লগার ফিউশন ফাইভের ফিরে দেখা ২০০৯ : বিশাল বিনিয়োগ নিয়েও আমারব্লগের ত্রাহিদশা, সাইবার অপরাধের অভিযোগ পোষ্টের পরে তাদের প্রাক্তন এডমিন সুশান্ত দাশ গুপ্ত (সুশ) নিজে একটি পোষ্ট লিখে ডাক্তার আইজুদ্দিন নামে প্রকাশ করে: ফিকশন না ফ্যাক্ট আপনি কোন দিকে- কাউকে তো বলতে হবেই।
গোপন সুত্রে জানা গেছে, আমারব্লগের বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সম্প্রতি অস্হিরতা দেখা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।