আমাদের কথা খুঁজে নিন

   

আমারব্লগে আরিফের উপরে অন্যায় ব্যাক্তি আক্রমণ বন্ধ হোক

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

আমারব্লগের সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে সামহোয়্যারে দেখছি অনেকেই ভালোভাবে না জেনে নানান মন্তব্য করে চলেছেন। বলাই বাহুল্য মন্তব্যগুলো মোটাদাগে দুই ভাগে আসছে। একদল, যৌক্তিভাবেই ব্যাপারটার মীমাংসা চাচ্ছেন, আর আরেকদল আরিফকে একহাত নেবার এই মচ্ছবে নিদারুন উল্লসিত! ঘটনার আগাগোড়া বর্ণনায় যাচ্ছি না সারাংশ বলছিঃ আমারব্লগের 'নো মডারেশন' নীতির সুযোগ নিয়ে কেউ একজন 'মুম্মাদ' নামে নিক রেজিস্টার করে একটা পোষ্ট দিয়েছিল - যার আসলে বিশেষ কোন বক্তব্যই ছিল না, ছিল স্রেফ মানুষকে খোঁচানোর চেষ্টা। আমারব্লগে এসব প্রায়সই হয়, বিশেষত জামাত-শিবির-রাজাকারের চেতনা লালনকারী কিছু সারমেয় সন্তান আমার ব্লগের নীতির সুযোগ নেয়। কিন্তু তাদেরকে কিভাবে ট্রীট করতে হবে সেটা ব্লগার কম্যুনিটিই ঠিক করে নেয়।

সো কতৃপক্ষের বিশেষ একটা নাক গলাতে হয় না। মুম্মাদ 'নিক' নিয়ে আমারব্লগ কি করবে না করবে সেটা নিয়ে আলোচনা করার বিশেষ কোন দরকার আছে বলে মনে হয় না। কিছুদিন আগে আমারব্লগে কে একজন 'ওয়েবমাস্টার' টাইপের কনফিউসিং নিক রেজিস্টার করেছিল। সেটাকে যেভাবে ডীল করা হয়েছিল এটাকেও সেভাবে ডীল করা যেত। আরিফকে নিয়ে যা করা করেছে তা শুধু সেইসব ব্লগারকেই কলংকিত করেনি, সাথে সাথে আমারব্লগ.কম কেও ঠেলে দিয়েছে প্রশ্নের মুখে।

সংক্ষেপে ব্যাখ্যা করতে চেষ্টা করিঃ • ব্লগার মুকুল 'মুম্মাদ' নিকটিকে আরিফের আরেকটি নিক বলে দাবী করে আরিফের মাকে বেশ্যা, তাকে খানকির ছেলে, শুকরের বাচ্চা ইত্যাদি বলে গালাগাল করেছেন। মুকুলের সাথে গালাগালিতে যোগ দিয়েছেন আরাশি (আব্দুর রাজ্জাক শিপন), রাশেদ, নরাধম এরকন আরো কয়েকজন। সাথে আরো অনেকেই ছিলেন আরিফের উপরে আক্রমণে যেমন এস্কিমো। • রাশেদ (কানাঘুষা চলছে রাশেদের এ্যাডমিন এক্সেস আছে) নিজে কমেন্ট করে কনফার্ম করেছে যে আরিফই মুম্মাদ - তিনি চেক করে দেখেছেন। মুকুলকে নাকি রাশেদই শিখিয়েছেন কি করে সেটা যাচাই করা সম্ভব।

আর আরিফ বরাবরই অস্বীকার করে গেছেন আর ধৈর্য ধরে বারে বারে প্রমান চেয়েছেন। বলাই বাহুল্য, কোন প্রমাণই কেউ দিতে পারেনি। • এদিকে আমারব্লগ কতৃপক্ষের পক্ষ থেকে সুশান্ত স্বীকার করেছেন মুম্মাদের নিকের দায়ভার কোনমতেই আরিফের ওপরে চাপানোর উপায় নেই - কারণ মুকুল-রাশেদ যতই বলুক এটা প্রমান করা সম্ভব নয়; বড়জোড় সন্দেহ করতে পারেন। সুতরাং আরিফরে উপরে যে আক্রমণ হয়েছে সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। • ব্যাক্তি আক্রমন করার বিরুদ্ধে (মুকুল-রাশেদ-এস্কিমো-নরাধম-আরাশির) যে ই প্রতিবাদ করছে (নাস্তিকের ধর্মকথা, একুশ তপাদার, জাতিশ্বর) তাদেরকেই এই মুকুল-নরাধমগং 'সুশীল' বলে গালাগাল করছে।

নরাধম তো আরেক কাঠি সরেস - আরিফকে এবং প্রতিবাদীদেরকে 'ছাগু' বলে গাল দিচ্ছেন। তাহলে দাঁড়াচ্ছেঃ • আরিফের উপরে করা আক্রমণ নিতান্তই অন্যায়ভাবে করা হয়েছে। কেন হয়েছে, অনেকেই সেটা অনুমান করতে পারবেন - আরো বৃহৎ পরিসরে এব্যাপারে আলোচনা হতে পারে। • আমারব্লগ কতৃপক্ষ তাদের একজন ব্লগারের অন্য ব্লগারদের দ্বারা এ্যাবইউজ হওয়া থেকে রক্ষা তো করতেই পারেনি বরং এডমিনদেরই একজন আইপি প্রকাশ করার হুমকি দিয়েছে। যার ফলে, আমারব্লগ ভয়াবহ প্রশ্নের মুখে পরেছে ব্লগারদের প্রাইভেসী রক্ষার ব্যাপারে - বিশ্বাস হারিয়েছে অনেক ব্লগারের।

কথা বাড়াতে চাই না - পাঠককে বসিয়ে যাচ্ছি বিচারকের আসনে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।