নক্ষত্রের সোনালী আগুন ভরা মাঠ আর নেই
বিধ্বস্ত চাঁদের বিবর্ণ জ্যোছনায় নির্বাসিত
তোমার সেই রোমান্টিক পুরুষ।
জীবন এখন প্রশ্নবোধক, হৃদয় স্থানু-
অস্তিত্বে প্রেম নেই, নেই নিসর্গ প্রীতি-
হারিয়ে গেছে ভালবাসার ঈর্ষায় সেই প্রত্যয়ী কন্ঠ-
'সুরঞ্জনা ঐদিকে যেয়ো না
বলো না কো কথা ঐ যুবকের সাথে
ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের আগুন ভরা রাতে।'
আমার এপিটাফে এখন শুধুই
শরবিদ্ধ স্বপ্নের বিভৎস চীৎকার।
ছবি সূত্র: গোগল বাবাজী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।