আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরা বিশেষজ্ঞরা আমাকে একটু সাহায্য করবেন? Canon A1100IS Vs Olympus mju 7010: কোনটা ভাল হয়?



আগামী মাসে ১৫ দিনের একটা কান্ট্রী ট্যূর আছে। একটা ডিজিটাল ক্যামেরা কিনতে চাই। অনেক বাছাবাছির পর শেষ পর্যন্ত দুইটা মডেলে ফিক্সড হয়েছি। বাজেট মোটামুটি ১২০০০টাকা। ক্যামেরা দুটোর স্পেসিফিকেশন দিলাম।

কেউ যদি ব্যবহার করে থাকেন, অথবা ক্যামেরা বিশেষজ্ঞরা যদি বলতেন কোনটা কিনলে ভাল হয় তাহলে কৃতজ্ঞ থাকব। ব্র্যান্ড আমার কাছে কোন ফ্যাক্টর না। ছবির কোয়ালিটি আর ব্যাটারী পারফর্মেন্সটা জানতে চাইছিলাম। Canon A110IS 12.1 মেগাপিক্সেল 4X Optical Zoom 2.5” LCD 115000 dots CCD sensor অপটিকাল ভিফাইন্ডার আছে ISO: 80-1600 Shutter Speed: 15- 1/1600Sec White Balance: 6 modes. সাথে অটো মুড। Shooting mode: 16 টা Alkaline ব্যাটারী Olympus mju 7010 12 মেগাপিক্সেল 2.7” LCD 230000 dots 7X Optical Zoom অটো কন্ট্রাস্ট ডিটেকশন ফোকাস লক Shutter Speed: 4Sce- 1/2000Sec ডিজিটাল ও মেকানিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন Shooting mode: ১৫ টা।

সাথে অটো ডিটেকশন মুড। ম্যাজিক ফিল্টার' ISO 64-1600 In camera প্যানারমা মুড লিথিয়াম আয়ন ব্যাটারী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.