আমাদের কথা খুঁজে নিন

   

DSLR ক্যামেরা কেনার ব্যাপারে পরামর্শ চাই.....!! বাজেট সর্বোচ্চ ৮০,০০০ টাকা.......!! ক্যামেরা-পাগল ভাইয়েরা সাহায্যের হাত বাড়িয়ে দিন.....!!

মাল্টি নিকধারী জারজ ও ইসলামবিরোধী রামছাগল গুলোর প্রবেশ নিষেধ...। ভাইরে, গত কয়েকদিন ধরে আমার আদরের পিচ্চি বোন টা বেশ জ্বালাতন শুরু করেছে!! ওর যন্ত্রণায় ফেসবুকে অফলাইনে থাকতে হয়!! কারন একটা ডিজিটাল ক্যামেরা কেনার ব্যাপারে আমার পরামর্শ চাচ্ছে, যেটা আমার পক্ষে দেওয়া কখনোই সম্ভব না!! কারন টেকনোলজিতে আমার দৌড় বড়জোর পিসিতে উইন্ডোজ সেটআপ দেওয়া পর্যন্ত!! টুকিটাকি কাজের জন্য আমি এখন ব্যবহার করছি Sony W350 । আর এইখান থেকেই মনে হয় ধারনা হইছে যে আমি বোধ হয় ডিজিটাল ক্যামেরার ব্যাপারে অনেক কিছুই জানি!! যাইহোক, সত্যি বলছি ডিজিটাল ক্যামেরার ব্যাপারে আমার জ্ঞান শূন্যের কাছাকাছি!! তাই এই ব্লগের ক্যামেরা-পাগল ভাইদের দ্বারস্থ হলাম!! দয়া করে পরামর্শ দিয়ে সাহায্য করুন.......!! আমার বোনের একটা বাজে অভ্যাস হচ্ছে যে, ফেসবুকের পার্সোনাল ফটো এলবাম গুলো বিভিন্ন অকেশনে আপডেট করতে না পারলে পেটের ভাত হজম হয়না!! অর্থ্যাৎ ক্যামেরা পার্সোনাল কাজে ব্যবহার হবে!! কিন্তু আউটপুট চায় প্রো-লেভেলের!!! টুকিটাকি ফটো তোলার জন্য ক্যামেরাতে এতটা বাজেট রাখা যদিও আমি মেনে নিতে পারছিনা, তারপরও সখ পূরন বলে কথা!! তাই আপাতত পিচ্চিটার আজাইরা সখকে প্রাধান্য দিতে গিয়ে আপনাদের কাছে পরামর্শের জন্য আসলাম!! দয়া করে ক্যামেরার মডেল, ব্রান্ড এবং আনুসঙ্গিক ব্যাপার স্যাপার গুলো জানালে বেশ উপকার হত!! আবারো বলছি, আপনারা এমন একজনকে ক্যামেরা কেনার ব্যাপারে পরামর্শ দিতে যাচ্ছেন, যার এ ব্যাপারে জ্ঞান খুব সীমিত!! তাই দয়া করে জটিল টার্মগুলো সহজবোধ্য ভাষায় বুঝিয়ে বলবেন আশা করছি!! পিচ্চি বোনটা এতদিন সনি ১০ মেগা পিক্সেল কমপ্যাক্ট ব্যবহার করত!! আর তাই কেমন জানি পিচ্চি বোনটা SONY এর ভক্ত!! কিন্তু আমি রেকমেন্ড করেছি CANON......!! পিচ্চি বোনটা ক্যামেরা কিনবে সিডনী থেকে!! তাই ক্যামেরার যে মডেল আপাতত বাংলাদেশে নেই কিন্তু কিনতে পারলে ভালো হয়, সেসব মডেলের নাম সাজেস্ট করলেও সমস্যা নাই!!! যাইহোক এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত বিস্তারিত মতামত শীঘ্রই আশা করছি!! ধন্যবাদ আপনাদের.....................!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।