আমাদের কথা খুঁজে নিন

   

শর্টকাটে লেখক হবার নিয়ম

ইনজয় ইঊর লাইফ

এখন বাংলাদেশকে ডিজিটাল করার দিন শুরু হয়েছে। দিনবদলের সরকার অনেক ক্ষেত্রেই তা সম্ভব করতে পেরেছে। তবে বেশীরভাগ ক্ষেত্রেই তা দেশের জন্যতো বটেই সরকারের ভাবমূর্তিও নষ্ট করেছে। তবে দেশকে ডিজিটাল করার সাথে সাথে দেশের মানুষও ডিজিটাল হয়ে যাচ্ছে। কথা কাজে অনেক গতি আসছে।

তবে অনেকের গতিই হচ্ছে ইছড়ে পাকানো। অর্থাৎ অকালপক্ক। ফলে ফল যা হবার তাই হচ্ছে। আর লেখকদের ক্ষেত্রে অকালপক্ক হবার জন্য সেরা প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে শর্টকাটে লেখক বনে যাওয়া। এটা করতে গিয়েই তো কোন কিছূ না জেনে সরাসরি গাজাখোরী তথ্য দিয়ে লিখে যাচ্ছে নানা কাহিনী।

এসব কাহিনী পড়ে এখন আর শিশু কিশোররাও তেমন মজা পান না। তাই যদি জানাতে চান বা মজা দিতে চান সত্য তথ্যনির্ভর লিখা দিন। ধন্য করুন সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।