I realized it doesn't really matter whether I exist or not.
দর্শক..থুক্কু...ব্লগারমণ্ডলী, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এইমাত্র পরীক্ষামূলকভাবে সামহোয়্যারে বহুল ব্যবহৃত শব্দাবলির মধ্যে অন্যতম শব্দ "কেমনে কী" এর অনুকরণে সম্পূর্ণ নতুন একটি সাইটের উদ্বোধন করেছেন সাইটটির মাননীয় অ্যাডমিনিস্টার। সাইটটির নামকরণ ও জন্মনিবন্ধনের সকল কার্যক্রম গতকাল রাতেই সম্পন্ন করা হলেও সাইটটিকে পরীক্ষামূলক পর্যায়ে অন্যের জায়গায় (ফ্রি হোস্টিং) দাঁড় করানোর প্রাথমিক কাজ মাননীয় অ্যাডমিনিস্টার কিছুক্ষণ আগে সম্পন্ন করেছেন।
সূত্র জানিয়েছে, অ্যাডমিনিস্টার তার উদ্বোধনী বক্তৃতায় বলেছেন, "কী হয়, কেন হয়, কীভাবে হয়" এই শ্লোগানকে সামনে রেখে বাংলা ভাষায় কী-কেন-কীভাবে'র এক বিশাল সমৃদ্ধ তথ্যভাণ্ডার গড়ে তোলার মহা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।
তবে, সাইটটির টেকনিক্যাল দফতর থেকে জানানো হয়েছে যে, কারিগরি কাজ এখনো সম্পন্ন হয়ে না ওঠায় এখনই সাইটটিতে নিবন্ধ প্রকাশ কিংবা সদস্য নিবন্ধনের কাজ শুরু করা যাচ্ছে না। এ জন্য অ্যাডমিনিস্টার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন দেশ ও জাতির প্রতি।
উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যেই সাইটটিকে একটি ব্যক্তি-মালিকানার জায়গায় (হোস্টিং) স্থানান্তর করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সাইটটির উদ্বোধনী ঘোষণা দেয়া হবে বলেও জানা গেছে আভ্যন্তরীণ সূত্রে।
এরই মধ্যে সাইটটির জন্য ন্যূনতম পাঁচটি নিবন্ধ লিখে ফেলার কাজও চলছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র। তবে, এ কাজে পারদর্শী যে কেউ বিনা পারিশ্রমিকের শর্তে যে কোনো সময় সাইটটিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করলে তাকে সদস্যপদ দেয়া হবে বলেও বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে।
ঠিকানাঃ http://www.kemneki.com
ডিএনএস গ্লোবালি আপডেট না হওয়ায় কিছু কিছু আইপি অ্যাড্রেস থেকে এখনো সাইটটি দেখতে সমস্যা হতে পারে।
সেক্ষেত্রে স্ক্রিনশট দেখে খুশি থাকাই একমাত্র উপায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।