আমাদের কথা খুঁজে নিন

   

পেপসোডেন্ট ওয়ান, ১ চাক্কা , ২ চাক্কা , ৩ চাক্কার তারকাদের কারিগর ও আমরা

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব

এখন রিমোট হাতে নিয়ে হিন্দী চ্যানেলগুলো একটু ঘুরে আসলেই দেখা যায় কোন না কোন চ্যানেলে একটা না একটা ট্যালেন্ট হান্টারের অনুষ্ঠান হচ্ছে। বাংলা চ্যানেলগুলোও তাদের দেখাদেখি ট্যালেন্ট হান্ট করা শুরু করেছে। পরিস্থিতি একসময় এমন পর্যায়ে চলে যাবে যে, যখন সব চ্যানেল গুলো মিলে সাধারনদের হান্ট করা শুরু করেছে। মানে কে কত সাধারন এই প্রতিযোগিতা হবে। এখন টিভিচ্যানেল গুলো একা না এদের সাথে যোগ দিয়েছে অন্যান্য কর্পোরেট কোম্পানি।

এত্ত টিভিচ্যানেল এত্ত অনুষ্ঠান এত্ত ট্যালেন্ট এরা যায় কই? প্রথম দিকে কয়েক টা ক্যাসেট বের করে , তারপর আর কোন খবর নাই। তবে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা উপকার হয়ত হয় যেমন টা হয়েছিল নোলক,বিউটি,সালমাদের মত পরিবারের। কিন্তু এদের ব্যব হার করে কর্পোরেট কোম্পানি গুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। একটু চিন্তা করেন একটা পুরো প্রতিযোগিতায় এতগুলো পর্ব , প্রতি পর্বে বেশ কয়েকজন প্রতিযোগী। একেকজন প্রতিযোগী পায় কয়েক লাখ মেসেজ।

বুঝেন অবস্থা। আমরাও সাধারন জন গন, রাস্তায় একটা ক্ষুধার্ত ভিক্ষুক যখন বলে দুইডা টেহা দেন, ভাত খামু তখন আমরা কয়জন তাদের খাবারের জন্য টাকা দেই ? আবার দেখেন এই কনকনে হাড়কাপানো শীতে গরীব-দুঃস্থদের মরমর অবস্থা । আমরা দায়বদ্ধতা এড়ানোর জন্য দেখেও না দেখার ভান করি। অথচ কি হাস্যকর ব্যাপার আমরা এই গরীব-দুঃস্থদের সাহায্য না করলেও ঐ প্রতিযোগীদের জন্য মেসেজের পর মেসেজ কিন্তু ঠিকই দিচ্ছি। শুধু নিজেই দিয়েই ক্ষান্ত হচ্ছি না অপরকেও দিতে উৎসাহ দিচ্ছি।

আমার এক পরিচিত আপু মার্কেন্টাইল ব্যাংকের কাস্টমার কেয়ার অফিসার। উনার কাছে কোন ক্লায়েন্ট আসলে তার কাছ থেকে নোলকের জন্য ৪টা করে মেসেজ আদায় করত। এখানেই শেষ নয়, এইসব প্রতিযোগিতার কারনে আজকালকার অভিভাবকরাও হয়ে উঠছে প্রতিযোগী। তারা তাদের সন্তান কে বানাচ্ছে একেকটা রোবট হিসেবে। সকাল বেলা ঘুম থেকে স্কুল, স্কুল থেকে এসে একাডেমিক কোচিং, গানের কোচিং, নাচের কোচিং আরো কত কি।

বিশ্বাস করবেন কিনা জানিনা, আমি গুলশানে স্ট্যান্ডার্ড সেভেনের এক ছাত্র কে পড়াতাম। ও কখনো ধান গাছ দেখেনি, কখনো গ্রাম দেখেনি। ওরা মুক্ত বাতাসে গিয়ে কিছুক্ষন ঘুরে বেড়াতে পারেনা , খেলাধুলা করতে পারেনা। পারবে কিভাবে, এত সময় কই। পাছে পাশের ফ্ল্যাটের ভাবীর সন্তান আমার সন্তানের চেয়ে প্রতিযোগিতায় ভালো করে ফেলবে ।

হায়রে কর্পোরেট দুনিয়া !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।