আমাদের কথা খুঁজে নিন

   

বুক পাঁজরে দিয়েছি ঠাই ...............................।।

shamseerbd@yahoo.com
হ্যালো , কেমন আছো । হুমম ভালো। তুমি লাঞ্চে বের হবা কখন ! এইতো আরও দশ পনের মিনিট পরে। একটাত বেজে গেছে। হুমম একটা কাজ করছি, শেষ করে বের হব।

আচ্ছা ঠিক আছে। একি তুমি এখনও বের হচ্ছনা কেন ? আরেকটু টাইম লাগবে। আমি তোমার বিল্ডিং এর নীচে দাঁড়িয়ে আছি। কি ?? হ্যাঁ। কখন থেকে? যখন ফোন করলাম তখন থেকে।

বল কি? কি বলি শোননাই !! হুমমম !!! কোন খবর না দিয়েই চলে আসছ !!! তুমি কি মন্ত্রী নাকি যে এ্যাপয়েনমেন্ট করে আসতে হবে !! হতেওত পারি কোন একদিন এমন দাঁত বের করে হাসবানা। নীচে নাম তাড়াতাড়ি। ফোনে দাঁত দেখা যায় নাকি !! তুমি নামবা নাকি আমি চলে যাব!!! আসছি আসছি , পাঁচটা মিনিট। দশ মিনিট পরে নীচে নেমে কেউ নেই। এদিক ওদিক তাকানো, না কেউ নেই, ফোন বন্ধ।

হালকা টেনশন নিয়ে টং দোকানে যাওয়া, মামা একটা সিগারেট। কিরে কাউকে খুজতেছিস নাকি, লাঞ্চে যাস নাই। বন্ধু কলিগদের একজন হাসতে হাসতে বলল। হুমমমম............... কিরে এখনও সিগারেট ছাড়স নাই দেখি তোরত খবর আছেরে........ হুমমমম তোর জন্য একজনকে রিসেপশন রুমে বসিয়ে রেখেছি কাকে ? ঢং কর মামা, তুমি যেন জাননা। কি এমন কাজ করে উল্টাইয়া ফেলতাছিলা এমন সময় ম্যাডাম বের হয়ে আসলেন এখানে সিএনজি কই পাওয়া যায় ! কেন সিএনজি দিয়ে কি হবে।

বাসায় যাব। তু.....তুমি আবার সিগারেট ধরাইছ না মনে ইয়ে ...। এই রিক্সা এদিকে আস। উঠ !!! রিক্সায় বসে.......... তুমি সিগারেটটা এখন ও ফেল নাই, তোমার সাহস তো কমনা, ামার পাশে বসে সিগারেট খাচ্ছ ফেল ........। এখন ও হাতে ধরে রাখছ ।

তোমাকে কখন বললাম সিগারেট ফেলতে, আর তুমি এখন ফেললা, ঘটনা কি, কথা কানে যায়না, নাকি কানে কম শোন ওদের সামনে ফেললামনা আর কি !! কেন !!! ওদের সামনে ফেললে কি হত ? ওরা সারাদিন খোঁচাবে, যে তোমার ভয়ে সিগারেট ফেলে দিছি, তোমারে ভয় পাই এই মামা, আপনি একটা খালি সিএনজি দেখলে দাঁড়াবেন। মানে কি? মানে আমি বাসায় যাব, বাসায় গিয়ে লাঞ্চ করব। আমরাত লাঞ্চ করতেই যাচ্ছি। সে ইচ্ছা চলে গেছে। কেন ? ওরা খোঁচাবে এইটা তোমার গায়ে লাগে, আর আমি নিষেধ করলাম, এটা কিছু না, থাক তুমি তোমার সিগারেট নিয়ে আরে বাবা সিগারেটত আমি ছেড়েই দিসি ।

তো ঐটা কি ছিল। তোমাকে কোথাও না দেখে, ফোন ও দেখি বন্ধ, একটু টেনশনে পড়ে গেসিলাম....। । একদম চুপ। ঢং এর কথা আমারে বলবানা ঢং করলাম কই।

আবার কথা বলে, বলছিনা চুপ, একটা সিএনজি ডাক তোমার হাতের নেইলপালিশটাত অনেক সুন্দর। বলছিনা একদম চুপ, কথা বলছি সেটা গায়ে লাগেনাই, এখন আবার রঙ্গ কর। এই নেইলপালিশ বাসায় গিয়ে এখন ই তুলে ফেলব । আরে না, তুলবানা, এটা অনেক সুন্দর তোমারে বলছিনা কথা বলবানা, আরেকটা সিগারেট ধরাও। পকেটে নাইত এই মামা রিক্সা থামান।

তোমার সাহস দেখেত আমি অবাক হইতেছি, সাহস কত, আবার বলে পকেটে নাইত আরে নাই, সেজন্যইত বললাম। আগেত অলওয়েজ পকেটেই থাকত, এখনতো আর রাখিনা দাঁত কেলানো বন্ধ কর। আচ্ছা !!! তোমারে বলছিনা চুপ থাকতে। ওকে কি খাবা বল !!! আমি ভাবলাম এক সাথে লাঞ্চ করব, আর আজকেই তুমি ভাবটা ধরলা বিশ্বাস কর আসলেই কাজ ছিল। থাক আর কাজ দেখাতে হবেনা নেইল পালিশটা অনেক সুন্দর না।

হুমম দারুন মানাইছে গতকাল কিনছি। হুমমম এমন হুমম হুমম করতেছ কেন, খাও হুমমম ------------------------------------------------------ -------------------------------------------------------- বাসায় পৌঁছে কল দিও। আচ্ছা । আর সিগারেট খাইলে তোমার খবর আছে বললাম আমার ঘাড়ে মাথা কয়টা হুমমম ---------------------------------------------------------- বুক পাঁজরে দিয়েছি ঠাই তোমায় ছাড়া আর গতি যে নাই ............। ফড়িং এ্যালবামের ফাহমিদা নবীর এই গানটা জোশ হইছে ।

। ---------------------------------------------------------- ক্যামেরাম্যান ভাই ব্লগারদের কে দেয়া নববর্ষের টাইটেলে (Click This Link) বলেছেন : শামসির - হারানো পাঁজরের হাড্ডি'র খোঁজে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।