তুমি উন্মোচিত হলে
কেঁপে উঠলো অরণ্য ও ঘরবাড়ি।
গল্প ও কবিতার মাঝখানে হেসে উঠলো
বাগেশ্রী রাগের মতো তান।
তুমিই একদিন বলেছিলে
বিশ্বাসঘাতকতা কোনো বিষয় নয়;
এ শুধু দৃষ্টিভঙ্গি,জয়-পরাজয়ের খেলা,
আজ জানি,খুব বেড়েছিল তোমার বাসনার ডালপালা।
খুব উদারতায় যার তার কাছে
বিলিয়ে যাচ্ছিলে তোমার অধরস্বাদ
উল্টোপিঠে জেনেছিলে উপেক্ষার মানে;
পরিচর্যাহীন নঞর্থক তোমার রূপান্তর হলে
তুমি প্রণমিত প্রাকৃতিক নগ্নতার কাছে।
এই অপরাহ্নে
সমস্ত তুলকালাম শেষে তুমি ভানহীন উন্মোচিত হলে
গল্প ও কবিতার মাঝখানে হেসে উঠলো শুক্লপক্ষচাঁদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।