বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
মাঝরাতের স্তব্দতা জড়িয়ে থাকে বাগেশ্রীর স্বরবিস্তারে। প্রতীক্ষারত নারীর আবেগ ঝরে ঝরে পড়ে বাগেশ্রীর মন্থর আলাপে।
বাগেশ্রী বেশ পুরনো রাগ।
এর পুরনো নাম ; বাগেশ্বরী। অনুমান করা হয় মিঞা তানসেন এই রাগের স্রষ্টা।
হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি
নজরুলের এই গানে বাগেশ্রীর প্রকৃত বিষাদ ফুটে উঠেছে-
Click This Link)
ন্যান্সী কুলকার্নি দীর্ঘকাল ধরে চেলো বাজাচ্ছেন। তিনি ধ্রুপদ বাজাতে পছন্দ করেন।
ন্যান্সী কুলকার্নি
ন্যান্সী কুলকার্নির বাজানো বাগেশ্রী।
সেতারে
বাঁশীতে
সরোদে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।